অবশেষে জমি জট কাটিয়ে মিষ্টি হাবের কাজ শুরু হল
অবশেষে জমি জট কাটিয়ে মিষ্টি হাবের কাজ শুরু হল। বর্ধমান শহরের কাছেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে লাগোয় একটি খাসজমিতে শুরু হয়েছে মিষ্টিহাব তৈরি করা হচ্ছে। জেলাসভাধিপতি দেবু টুডু ও জেলাশাসক সৌমিত্র মোহন আজ হাব নির্মাণের উদ্বোধন করেন।
![অবশেষে জমি জট কাটিয়ে মিষ্টি হাবের কাজ শুরু হল অবশেষে জমি জট কাটিয়ে মিষ্টি হাবের কাজ শুরু হল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/06/65299-sweethub-6-9-16.jpg)
ওয়েব ডেস্ক: অবশেষে জমি জট কাটিয়ে মিষ্টি হাবের কাজ শুরু হল। বর্ধমান শহরের কাছেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে লাগোয় একটি খাসজমিতে শুরু হয়েছে মিষ্টিহাব তৈরি করা হচ্ছে। জেলাসভাধিপতি দেবু টুডু ও জেলাশাসক সৌমিত্র মোহন আজ হাব নির্মাণের উদ্বোধন করেন।
এর আগে আলিশা মৌজায় মিষ্টি হাব তৈরির পরিকল্পনা ছিল। কিন্তু সিঙ্গুর রায় বেরোনোর পরের দিন নির্মাণ কাজে বাধা দেয় অনিচ্ছুক জমি মালিকরা। তাদের দাবি ছিল যে জোর করে জমি অধিগ্রহণ করা হয়েছে। এরপরেই জায়গা বদল করে আলিশা মৌজার কাছে এই খাস জমিটিকে চিহ্নিত করা হয় মিষ্টি হাব তৈরির জন্য।