একশো দিনের টাকা নিয়ে বেনিয়ম হলে গ্রেফতারির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

একশো দিনের টাকা নিয়ে কোনওরকম নয়ছয় হলে গ্রেপ্তারির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুঁশিয়ারি তাঁর দলের জনপ্রতিনিধিদের উদ্দেশেও। সেটা অনেকটাই স্পষ্ট মুখ্যমন্ত্রীর বক্তব্যে। পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে শিল্পের জমি বিবাদ নিয়েও সতর্কীকরণ মুখ্যমন্ত্রীর।

Updated By: Jul 15, 2014, 07:17 PM IST

একশো দিনের টাকা নিয়ে কোনওরকম নয়ছয় হলে গ্রেপ্তারির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুঁশিয়ারি তাঁর দলের জনপ্রতিনিধিদের উদ্দেশেও। সেটা অনেকটাই স্পষ্ট মুখ্যমন্ত্রীর বক্তব্যে। পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে শিল্পের জমি বিবাদ নিয়েও সতর্কীকরণ মুখ্যমন্ত্রীর।

বেচাল কিছু দেখলে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। বর্ধমানের সভায় এটাই ছিল মুখ্যমন্ত্রীর বার্তা। পূর্ব মেদিনীপুরের সভায় আরও একধাপ এগোলেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, গরিবদের টাকা নয়ছয়ের অভিযোগ পেলে গ্রেপ্তার করিয়ে দেবেন।

কেন এই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর বক্তব্যে? কারণ, পূর্ব মেদিনীপুর জেলায় একশো দিনের প্রকল্প ঘিরে অভিযোগ সবচেয়ে বেশি। বহু জায়গাতেই টাকা তছরুপেরও অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। এছাড়াও দলের রঙ দেখে একশো দিনের কাজ বন্টনেরও অভিযোগ আছে অসংখ্য। আর সে কারণেই মুখ্যমন্তীর সেই সতর্কবার্তা।

হলদিয়ার শিল্পনগরী নিয়েও সতর্কীকরণ শোনা গেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। আসলে শুধু প্রশাসনিক জনসভাতেই নয়, প্রশাসনিক বৈঠকেও একশো দিনের কাজ নিয়ে রীতিমতো ধমকেছেন মুখ্যমন্ত্রী।

.