জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে 'মা চুরি'র অভিযোগ তুললেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর

Updated By: Feb 13, 2015, 10:43 PM IST
জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে 'মা চুরি'র অভিযোগ তুললেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর

বড়মাকে কিডন্যাপের অভিযোগ তুললেন প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। তাঁর অভিযোগের আঙুল যাঁর দিকে, সেই জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে রাজ্যমন্ত্রিসভার বৈঠকে কিছুদিন আগেও বসতেন মঞ্জুলকৃষ্ণ।

পাল্টা তোপ জ্যোতিপ্রিয় মল্লিকেরও। আর এই রাজনৈতিক টানাপোড়েনে সত্যিই এখন চরম অসহায় বড়মা। হৈ হৈ কাণ্ড। খুঁজে পাওয়া যাচ্ছে না বড়মাকে। সুব্রতকে সঙ্গে নিয়ে এ ঘর ও ঘর খুঁজে বেড়াচ্ছেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। সেদিনও ছিলেন তৃণমূলের মন্ত্রী, এখন বিজেপিতে। কোথায় গেলেন বড়মা? উত্তেজনার পারদ যখন সবে চড়ছে, সে সময় বৌমাকে সঙ্গে নিয়ে বড়মা ফিরলেন ভোট দিয়ে। ব্যাস আর যাই কোথায়! চব্বিশ ঘণ্টার ক্যমেরায় সরাসরি মা চুরির অভিযোগ আনলেন মঞ্জুলকৃষ্ণ।

মা চুরি, বড় মা কিডন্যাপ? ৯৭ বছরের বৃদ্ধাকে কিডন্যাপের অভিযোগ? পুজো সেরে দেওরের বিরুদ্ধেই এবার আসরে নামলেন মমতা ঠাকুর। ততক্ষণে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে পৌছে গিয়েছে মঞ্জুলকৃষ্ণের অভিযোগ। এক মাস আগের সহকর্মীর বিরুদ্ধেও এবার সরব জ্যোতিপ্রিয় মল্লিক। রাজনীতির টানাপোড়েনে সত্যি কী করুণ অবস্থা প্রায় একশো ছুঁই ছুঁই বীণাপানি দেবীর। সকলের বড়মার।

 

.