জনসমর্থনকে পুঁজি করেই রাজ্যে ফের সক্রিয় হচ্ছে মাওবাদীরা
রাজ্যে ফের সক্রিয় হচ্ছে মাওবাদীরা। শুরু হয়েছে সংগঠন বাড়ানোর কাজ। চলছে ঘর গোছানোর প্রস্তুতি। রক্তের রাজনীতি নয়, মানুষের জনসমর্থনকে পুঁজি করেই পাল্টা আঘাত হানার প্রস্তুতিতে রাজ্যের নয়া মাও নেতৃত্ব।
কিষেনজির মৃত্যুর পর থেকেই কার্যত এরাজ্যে অস্তিত্ব সংকটে মাওবাদীরা। নতুন করে শুরু হয়েছে ঘর গোছানোর প্রস্তুতি। কিষেণজির মৃত্যুর সাড়ে তিনবছর পর
রাজ্য কমিটির পূর্ণগঠন করে লড়াইয়ে নামার প্রস্তুতিতে মাওবাদী শিবির।
ঘর গোছানোর প্রস্তুতি
---------------
আকাশ ওরফে অসীম মণ্ডলকে রাজ্য সম্পাদক রেখেই ফের সংগঠন গোছানোর প্রস্তুতি শুরু করেছে মাওবাদীরা
অতি সম্প্রতি তৈরি হয়েছে সিটি কমিটি। লালগড় আন্দোলনের সময় এই সিটি কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল
আন্দোলন জোরদার করতে গিয়ে সাংগঠনিক সমস্যায় জেরবার মাওবাদীরা।
সাংগঠনিক সমস্যা
------------
বর্তমানে পূর্বতন রাজ্য কমিটির ৯০ শতাংশ সদস্যই জেলে
লালগড় আন্দোলনে কিষেণজির লাইন নিয়ে দলের অন্দরেই রয়েছে রাজনৈতিক বিতর্ক।
যার জেরে পার্টি মেম্বার ছাড়াও মাও আন্দোলনের প্রকাশ্য সংগঠনের বড় অংশের সমর্থক এখন নিষ্ক্রিয়
জঙ্গলমহলে লাগামছাড়া হত্যায় জনসমর্থন কমেছে মাওবাদীদের, তাই এখন সংগঠন বাড়াতে গিয়ে তৈরি হচ্ছে সমস্যা
নেতৃত্বের অভাব
-------------------
রাজ্যে সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি ও আন্দোলন পরিচালনার মত নেতৃত্বের অভাব রয়েছে। তাই গেরিলা জোন, বিহার-ওড়িশা ঝাড়খন্ড রিজিওনাল কমিটির তত্ত্বাবধানে রাখা হয়েছে রাজ্য কমিটিকে
রিজিওনাল কমিটিতে এরাজ্য সম্পর্কে অভিজ্ঞতা আছে যাদের সেসব নেতাদের ফের ফিরিয়ে আনা হচ্ছে। যাদের মধ্যে অন্যতম রঞ্জিত পাল ও অনলদা
অপারেশনাল স্কোয়াড দেখার দায়িত্বে রয়েছেন রঞ্জিত পাল, দলের সাংগঠনিক দিক দেখছেন অনলদা
সংগঠনে জোর
-----------------
বেশকয়েকটি স্কোয়াডকে কে সক্রিয় করে তোলা হচ্ছে
শহর বা জেলার বিভিন্ন জায়গায় বসে যাওয়া নেতাদের ফের চাঙ্গা করতে নেওয়া হচ্ছে বেশকিছু উদ্যোগ
লালগড় আন্দোলন ব্যর্থতার কারন খতিয়ে দেখে পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে সংগঠনের প্রকাশ্য সমর্থকদের
কলকাতা সহ শহরতলী থেকে শুরু হয়েছে নতুন মুখ খুঁজে বের করার কাজ
চ্যালেঞ্জ
-----------
সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে ফের নিজেদের জনপ্রিয়তা বাড়িয়ে তোলাই এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ মাওবাদীদের
মমতা সরকারের আমলে জঙ্গলমহলে দুটাকা কেজি চাল, পুলিসে চাকরি, একশ দিনের কাজে উন্নয়নের ছোঁওয়া লেগেছে জঙ্গলমহলে
তাই শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, দুর্নীতিকে হাতিয়ার করেই আম-আদমির সমর্থন বাড়াতে চাইছে মাওবাদীরা
পাল্টা আঘাতের প্রস্তুতি
--------------
কিছু পরিকল্পিত অপারেশন চালিয়ে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে চাইছে মাওবাদীরা। শক্তি বাড়াতে প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড , ওড়িশা থেকে সদস্য এরাজ্যে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাল্টা আঘাত হেনেই নিষ্ক্রিয় সমর্থকদের ফের মনে সাহস যোগানোর চেষ্টায় সক্রিয় নয়া নেতৃত্ব।