পুলিসের মদতেই গতকাল হলদিয়ায় আক্রান্ত হয়েছে সিপিএম : মহঃ সেলিম

সিপিএমের মিছিলের আগাম অনুমতি থাকা সত্ত্বেও গতকাল হলদিয়ায় একই রাস্তায় তৃণমূলের মিছিল পাঠিয়ে দেওয়া হয় পুলিসেরই মদতে। তৃণমূলের সেই মিছিল থেকেই সিপিএমের মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা হয়। পুলিসের উপস্থিতিতেই এঘটনা ঘটেছে। অভিযোগ করলেন সিপিএমনেতা মহম্মদ সেলিম। তিনি জানান, পুরো বিষয়টি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।

Updated By: Nov 18, 2016, 05:10 PM IST
পুলিসের মদতেই গতকাল হলদিয়ায় আক্রান্ত হয়েছে সিপিএম : মহঃ সেলিম

ওয়েব ডেস্ক: সিপিএমের মিছিলের আগাম অনুমতি থাকা সত্ত্বেও গতকাল হলদিয়ায় একই রাস্তায় তৃণমূলের মিছিল পাঠিয়ে দেওয়া হয় পুলিসেরই মদতে। তৃণমূলের সেই মিছিল থেকেই সিপিএমের মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা হয়। পুলিসের উপস্থিতিতেই এঘটনা ঘটেছে। অভিযোগ করলেন সিপিএমনেতা মহম্মদ সেলিম। তিনি জানান, পুরো বিষয়টি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।

আরও পড়ুন- আরামবাগে কালভার্টের নীচে উদ্ধার লক্ষাধিক টাকার ছেঁড়া নোট

প্রসঙ্গত, গতকাল তমলুক উপনির্বাচনের আগে, হলদিয়ায় ধুন্ধুমার হয়েছে। মিছিল করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সূর্যকান্ত মিশ্র। সিপিএমের অভিযোগের তীর, তৃণমূলের দিকে। হামলাকারীদের সঙ্গত দেয় পুলিসও, অভিযোগ বামেদের। ফেরার পর, আলিমুদ্দিনে সূর্যকান্ত মিশ্রের কাছ থেকে ঘটনার খোঁজখবর নেন বুদ্ধদেব ভট্টাচার্যও। রাজ্যজুড়ে পথে নেমে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে দল।

আরও পড়ুন- কোচবিহার লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে খাতায়-কলমে চতুর্মুর্খী লড়াই

.