রাজ্যে নির্বাচনী প্রচারে এসে মমতা ও শাসকদলকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর
রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, 'প্রথমবার খড়গপুরে এলাম। আপনাদের ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে।'
ওয়েব ডেস্ক: রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, 'প্রথমবার খড়গপুরে এলাম। আপনাদের ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে।'
খড়গপুরে প্রচারে এসেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। বললেন, 'একমসয় বাংলা গোটা হিন্দুস্থানকে চালাত। আর এখন কী অবস্থা হয়েছে। সেই সুশাসনের আজ এই হাল। এমনটাই যে হবে, আশাই করেছিলাম। ৫ বছর আগে শুনেছিলাম পরিবর্তন আসবে। ৩৪ বছরে যে সর্বনাশ হয়েছে, গত ৫ বছরেও সেই সর্বনাশই হয়েছে। এতে বাংলার মানুষ হতাশ হয়ে পড়েছেন। মা মাটি মানুষ বাংলার স্বপ্ন ভেঙে দিয়েছে। বিজেপিকে একবার সুযোগ দিন। নতুন বাংলা গড়ে দেব। তৃণমূল শিল্পকে ধ্বংস করেছে। শিল্পকে কবরে পাঠিয়েছে।'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। বললেন, 'বাংলার নয়, দিদির স্বভাবে পরিবর্তন এসেছে। আগে যে দিদি রাস্তায় নেমে লড়াই করতেন, সেই দিদি এখন শাহেনশাহ হয়ে গিয়েছেন। দুর্নীতি করার জন্য তিনি সরকার গড়েছেন। সারদার পর এবার নারদ। ক্যামেরার সামনে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা নেত্রী সবাই। জনতার পিঠে ছুড়ি মেরেছে তৃণমূল। ২ টাকা কেজি দরে চাল দিয়ে প্রশংশা কুড়োতে চাইছেন মমতা। ওই টাকা কেন্দ্র রাজ্যকে দেয়। কেন্দ্র টাকা দিচ্ছে আর কৃতিত্ব নিচ্ছে রাজ্য। ৫ বছরে বাংলা ধ্বংস হয়ে গিয়েছে। রাজ্যে শুধু বোমা তৈরির কারখানা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প কিছুতেই এগোয়নি রাজ্য। এই পরিবর্তন মানুষ চেয়েছিলেন?'
সব শেষে জনতার উদ্দেশে বলেন, 'বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল। একবার বিজেপিকে সুযোগ দিন। উন্নয়নের এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। যে রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই, সেই রাজ্যগুলির দুর্দশা একবার দেখুন।'