অতিক্রান্ত এক বছর, এখনও 'নিখোঁজ' মেয়ের অপেক্ষায় ছন্দার মা
কেটে গেছে গোটা একটা বছর। পাহাড়ের কোলে হারিয়ে গেছে কাঞ্চনকন্যা ছন্দা গায়েন। প্রাকৃতিক দুর্যোগে এবছরও ব্যাহত হয়েছে উদ্ধারকাজ। তবে এখনও মেয়েকে ফিরে পাওয়ার আশা ছাড়তে নারাজ হাওড়ার কোনা দাসপাড়ার গায়েন পরিবার।
ব্যুরো: কেটে গেছে গোটা একটা বছর। পাহাড়ের কোলে হারিয়ে গেছে কাঞ্চনকন্যা ছন্দা গায়েন। প্রাকৃতিক দুর্যোগে এবছরও ব্যাহত হয়েছে উদ্ধারকাজ। তবে এখনও মেয়েকে ফিরে পাওয়ার আশা ছাড়তে নারাজ হাওড়ার কোনা দাসপাড়ার গায়েন পরিবার।
দুহাজার চোদ্দর আঠারোই মে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্ঘ জয় করেন হাওড়ার কোনাদাসপাড়ার বাসিন্দা ছন্দা গায়েন। এরপর দুই শেরপাকে নিয়ে কাঞ্চজঙ্ঘারই পশ্চিমশৃঙ্ঘ ইয়ালুংকাঙ অভিযানে বেরিয়ে পড়েন ছন্দা। কিন্তু হঠাতই তুষার ধস তবকিছু তছনছ করে দেয়। মারাত্মক জখম হন ছন্দার সঙ্গী দুই শেরপা। আর সেই থেকেই নিখোঁজ ছন্দা গায়েন। ঘটনার পর হইচই পড়ে যায়। তাঁর বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু বছর ঘুরলেও উদ্ধারকাজ শুরু করা যায়নি।
অ্যালবামের পাতায় মেয়ের ছবি দেখে চোখ ভরে ওঠে জলে। জীবিত অথবা মৃত যেকোনও অবস্থায় মেয়েকে ফিরে পেতে মরীয়া মা জয়া গায়েন।