মৃত্যুঞ্জয়ের মায়ের খোঁজ

নাম মৃত্যুঞ্জয়। বয়স একদিন। ঠিকানা রায়গঞ্জ জেলা হাসপাতাল। এই সদ্যোজাতের জন্য মাতৃদুগ্ধের বন্দোবস্ত করতে রীতিমতো সমস্যায় পড়ছে হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ, জন্মের পরই শিশুটিকে ফেলে চলে গিয়েছেন ওর মা। মৃতুঞ্জয়ের মা হওয়ার জন্য অন্য মায়েদের কাছে আবেদন জানিয়েছে জেলা শিশু কল্যাণ সমিতি।

Updated By: Apr 14, 2012, 06:00 PM IST

নাম মৃত্যুঞ্জয়। বয়স একদিন। ঠিকানা রায়গঞ্জ জেলা হাসপাতাল। এই সদ্যোজাতের জন্য মাতৃদুগ্ধের বন্দোবস্ত করতে রীতিমতো সমস্যায় পড়ছে হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ, জন্মের পরই শিশুটিকে ফেলে চলে গিয়েছেন ওর মা। মৃতুঞ্জয়ের মা হওয়ার জন্য অন্য মায়েদের কাছে আবেদন জানিয়েছে জেলা শিশু কল্যাণ সমিতি।
শুক্রবার সকালে বাঙালবাড়ি উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার হয় শিশুটি। সদ্যোজাতকে ঝোপের মধ্যে ফেলে চলে গিয়েছিলেন ওর মা। কান্নার শব্দ শুনে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেন গ্রামবাসীরা। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ জেলা হাসপাতালে।
 
ওষুধ আর প্রতিষেধকের বন্দোবস্ত হয়েছে। কিন্তু, সদ্যোজাতের জন্য যে মাতৃদুগ্ধ প্রয়োজন, তার উপায় কী হবে? হাসপাতালের অন্য মায়েরা এখন এগিয়ে এসেছেন মৃত্যুঞ্জয়ের জন্য। কিন্তু এটা  স্থায়ী সমাধান হতে পারে না, একথা বুঝতে পেরেই পালক মায়ের সন্ধান শুরু করেছে জেলা শিশুকল্যাণ সমিতি।  
জন্মের পরই মাতৃস্নেহ থেকে বঞ্চিত। কিন্তু, ওকে আপন করে নিয়েছেন হাসপাতালের শিশুবিভাগের নার্স এবং সেবা সহায়িকারা। মৃত্যুঞ্জয় যাতে সত্যিই মৃত্যুঞ্জয়ী হয়ে উঠতে পারে সে জন্য শুরু হয়ে গিয়েছে সব রকমের উদ্যোগ।

.