শিলিগুড়িতে বিস্ফোরক উদ্ধারের তদন্তে নয়া মোড়

শিলিগুড়িতে বিস্ফোরক উদ্ধারের তদন্তে নয়া মোড়। তদন্তে নেমেই বেশ কিছু নতুন তথ্য পেল সিআইডি। বিস্ফোরকের প্রসঙ্গে জানা গিয়েছে, সমস্ত বিস্ফোরক নিয়ে আসা হয়েছিল মেঘালয়ের একটি খনি থেকে। নেপালের এক ক্রেতাকে সমস্ত বিস্ফোরক পাঠানোর পরিকল্পনা ছিল ধৃতদের। কিন্তু শেষ মুহুর্তে বেঁকে বসেন ওই ক্রেতা। বিস্ফোরক কিনতে গররাজি হওয়ায় নতুন ক্রেতার খোঁজে নামেন অভিযুক্তরা। সেই সূত্র ধরেই তাদের ডেরায় পৌছয় পুলিস। ঘটনায় তদন্তে এমনই কিছু তথ্য পেয়েছে CID । নেপালের ওই ত্রেতার পরিচয় জানার চেষ্টা করছে গোয়েন্দারা। ঘটনার আজই শিলিগুড়ি পৌছেছেন DIG CID তাপস দাস।

Updated By: Nov 7, 2016, 06:48 PM IST
শিলিগুড়িতে বিস্ফোরক উদ্ধারের তদন্তে নয়া মোড়

ওয়েব ডেস্ক: শিলিগুড়িতে বিস্ফোরক উদ্ধারের তদন্তে নয়া মোড়। তদন্তে নেমেই বেশ কিছু নতুন তথ্য পেল সিআইডি। বিস্ফোরকের প্রসঙ্গে জানা গিয়েছে, সমস্ত বিস্ফোরক নিয়ে আসা হয়েছিল মেঘালয়ের একটি খনি থেকে। নেপালের এক ক্রেতাকে সমস্ত বিস্ফোরক পাঠানোর পরিকল্পনা ছিল ধৃতদের। কিন্তু শেষ মুহুর্তে বেঁকে বসেন ওই ক্রেতা। বিস্ফোরক কিনতে গররাজি হওয়ায় নতুন ক্রেতার খোঁজে নামেন অভিযুক্তরা। সেই সূত্র ধরেই তাদের ডেরায় পৌছয় পুলিস। ঘটনায় তদন্তে এমনই কিছু তথ্য পেয়েছে CID । নেপালের ওই ত্রেতার পরিচয় জানার চেষ্টা করছে গোয়েন্দারা। ঘটনার আজই শিলিগুড়ি পৌছেছেন DIG CID তাপস দাস।

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!

আরও পড়ুন ২০০০ রকমের ওষুধ খুচরো দামের ৯০ শতাংশ কমে পাওয়া যাবে!

.