সরকারি কর্মীদের বকেয়া ডিএ-এর জন্য 'নেই' সরকারের টাকা, ক্লাবে-উৎসবে চলছে রাজ্যের দেদার খয়রাতি

টাকার অভাবে সরকারি কর্মীদের ডিএ বকেয়া। অথচ ক্লাবে-উত্‍সবে দেদার খয়রাতি। তথ্য বলছে কর্মীদের ১০% ডিএ বাড়াতে যা খরচ উত্‍সব খরচ হয়ে তার বেশি অর্থ। প্রশ্ন উঠছে খরচে রাশ টেনে সরকারি কর্মীদের আরেকটু ডিএ বাড়ানো যেত না কি? 

Updated By: Sep 17, 2015, 06:32 PM IST
সরকারি কর্মীদের বকেয়া ডিএ-এর জন্য 'নেই' সরকারের টাকা, ক্লাবে-উৎসবে চলছে রাজ্যের দেদার খয়রাতি

ওয়েব ডেস্ক: টাকার অভাবে সরকারি কর্মীদের ডিএ বকেয়া। অথচ ক্লাবে-উত্‍সবে দেদার খয়রাতি। তথ্য বলছে কর্মীদের ১০% ডিএ বাড়াতে যা খরচ উত্‍সব খরচ হয়ে তার বেশি অর্থ। প্রশ্ন উঠছে খরচে রাশ টেনে সরকারি কর্মীদের আরেকটু ডিএ বাড়ানো যেত না কি? 

গত চার বছরে বিভিন্ন খাতে দান খয়রাতি করতেই কয়েকশো কোটি টাকা খরচ করেছে রাজ্য। 

এর মধ্যে, দশ হাজার ক্লাবকে অনুদান দিতেই রাজ্যের খরচ হয়েছে দুশো কোটি টাকা। বিভিন্ন উত্সবের জন্য বছরে একশো কোটি টাকারও বেশি খরচ করে রাজ্য। 

এদিকে, অর্থমন্ত্রী নিজেই বলেছেন, এক শতাংশ ডিএ দিতে পঁচিশ কোটি টাকা খরচ হয় রাজ্যের।

অর্থাত্‍ জানুয়ারি মাসে দশ শতাংশ ডিএ দিতে রাজ্যের খরচ হবে আড়াইশো কোটি টাকা। 

এখানেই প্রশ্ন উঠছে, উত্‍সব অনুদানের পিছনে অহেতুক খরচ না করে ওই টাকায় কর্মীদের আরও দশ শতাংশ DA কেন দিচ্ছে না সরকার?

 

.