রোগী দেখছেন ফার্মাসিস্ট, অপারেশনের দায়িত্বে জল তোলার কর্মী, চলছে স্বাস্থ্যকেন্দ্র
পরিকাঠামো আছে, রোগীও আছে। কিন্তু ডাক্তার নেই। ডাক্তারের বদলে চিকিত্সা করছেন ফার্মাসিস্ট। অপারেশনের দায়িত্বে হাসপাতালের জল তোলার কর্মী। উপায় নেই. তাই হাসপাতালে ভিড় করছেন রোগীরা। এই ছবি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের।
পরিকাঠামো আছে, রোগীও আছে। কিন্তু ডাক্তার নেই। ডাক্তারের বদলে চিকিত্সা করছেন ফার্মাসিস্ট। অপারেশনের দায়িত্বে হাসপাতালের জল তোলার কর্মী। উপায় নেই. তাই হাসপাতালে ভিড় করছেন রোগীরা। এই ছবি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের।
হাসপাতালের ফার্মাসিস্ট, ডাক্তার নেই, রোগীদের তো আর ফেরানো যায় না। তাই বাধ্য হয়েই এখন ডাক্তারের ভূমিকায় ফার্মাসিস্ট। রোগীদের বিপদে তো আর চুপ থাকা যায় না। অতএব, সেলাই, ব্যান্ডেজ এরকম জরুরি বিষয়গুলি ইনিই সামলাচ্ছেন।
দুহাজার বারোর অগাস্টে হিঙ্গলগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দশটি বেডের উদ্বোধন করা হয়। সেই সময় হাসপাতালে তিন জন ডাক্তার ছিলেন। ছোটখাটো অপারেশনের জন্য ছিল অপারেশন থিয়েটার। কিন্তু পরবর্তীকালে ওই চিকিত্সকরা অন্যত্র বদলি হয়ে যায়। তার পর থেকেই চরম ভোগান্তি। হাসপাতালের গেটে লাগানো হয়েছে, এখন হাসপাতালে রোগী ভর্তি নেওয়া হবে না। তবে ফার্মাসিস্ট ও জল তোলা কর্মির দৌলতে ডাক্তারের চরম অনটনেও চালু রয়েছে হিঙ্গলগঞ্জ হাসপাতাল।