অধীরগড়ে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে মাথা ফাটল পুলিসের
কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ থামাতে গিয়ে মাথা ফাটল পুলিসের। ঘটনা বহরমপুরের উত্তরপাড়ার। কংগ্রেসের একটি পার্টি অফিসের দখল ঘিরে অশান্তির সূত্রপাত। ঘটনায় পরস্পরকে দুষেছে দুপক্ষই।
![অধীরগড়ে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে মাথা ফাটল পুলিসের অধীরগড়ে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে মাথা ফাটল পুলিসের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/11/15/31239-police.jpg)
বহরমপুর: কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ থামাতে গিয়ে মাথা ফাটল পুলিসের। ঘটনা বহরমপুরের উত্তরপাড়ার। কংগ্রেসের একটি পার্টি অফিসের দখল ঘিরে অশান্তির সূত্রপাত। ঘটনায় পরস্পরকে দুষেছে দুপক্ষই।
বহরমপুরের উত্তরপাড়ায় এই অশান্তির কেন্দ্রে একটি পার্টি অফিস। কংগ্রেসের অভিযোগ, শুক্রবার রাতে জোর করে এই কার্যালয় দখল করে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
কার্যালয় দখলের খবর পেয়ে সকালে অনুগামীদের নিয়ে উত্তরপাড়ায় যান জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য সরকার। তারপরেই সংঘর্ষ বেধে যায় দুপক্ষে। লাঠির ঘায়ে মাথা ফাটে শিলাদিত্য সরকারের দেহরক্ষীর।