হাইকোর্টের চাপে সক্রিয় হল পুলিস!

হাইকোর্টের চাপে শেষ পর্যন্ত সক্রিয় হল পুলিস। কান্দিতে নির্দল কাউন্সিলর অপরহণ কাণ্ডে শেষ পর্যন্ত দু জনকে গ্রেফতার করতে পারল পুলিস।  তবে পুলিসের দাবি, মুক্তিপণের লাভে অপরহণ করা হয়েছিল। ১৭ ফেব্রুয়ারি আস্থা ভোটের আগে অপহৃত হন কান্দির বাম সমর্থিত নির্দল কাউন্সিলর দেবজ্যোতি রায়। হাইকোর্ট পর্যন্ত গড়ায় মামলা। পুলিসি নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন বিচারপতি।

Updated By: Sep 8, 2016, 02:07 PM IST

ওয়েব ডেস্ক : হাইকোর্টের চাপে শেষ পর্যন্ত সক্রিয় হল পুলিস। কান্দিতে নির্দল কাউন্সিলর অপরহণ কাণ্ডে শেষ পর্যন্ত দু জনকে গ্রেফতার করতে পারল পুলিস।  তবে পুলিসের দাবি, মুক্তিপণের লাভে অপরহণ করা হয়েছিল। ১৭ ফেব্রুয়ারি আস্থা ভোটের আগে অপহৃত হন কান্দির বাম সমর্থিত নির্দল কাউন্সিলর দেবজ্যোতি রায়। হাইকোর্ট পর্যন্ত গড়ায় মামলা। পুলিসি নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন বিচারপতি।

প্রায় সাত মাস পর সেই মামলায়  রামপুরহাট থেকে গ্রেফতার দুজন। কিছুদিন আগে মুর্শিদাবাদের খড়গ্রামে একটি ছিনতাই হয়। সেই মামলাতে পাঁচ জনকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিস। জেরা করে জানা যায় এদের দুজন অপহরণে যুক্ত ছিল। এর পরেই খবর যায় মুর্শিদাবাদের এসপির কাছে। রামপুরহাটে গিয়ে ধৃতদের জেরা করেন কান্দির SDPO।

.