আরামবাগ আদালতে পুলিস-তৃণমূল খণ্ডযুদ্ধ
পুলিসের লাঠি চালানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আরামবাগ মহকুমা আদালত চত্ত্বরে। সিপিআইএম নেতা অভয় ঘোষকে আজ আদালতে তোলা হলে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকেরা।
পুলিসের লাঠি চালানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আরামবাগ মহকুমা আদালত চত্ত্বরে। সিপিআইএম নেতা অভয় ঘোষকে আজ আদালতে তোলা হলে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকেরা। বিক্ষোভকারীদের সরাতে লাঠি চালায় পুলিস। তাতে আহত হয়েছেন ৪ জন তৃণমূল সমর্থক। আদালত চত্ত্বরে উত্তেজনা থাকায় নামানো হয় র্যাফ। বিভিন্ন মামলায় অভিযুক্ত গোঘাটের সিপিআইএম নেতা অভয় ঘোষকে মঙ্গলবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। সেইসময় আদালত চত্বরে হাজির ছিলেন অনেক তৃণমূল সমর্থক। তাঁরা সিপিআইএম নেতার শাস্তির দাবি জানাতে থাকেন। তাঁকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ। তৃণমূল সমর্থকদের থামাতে গেলে পুলিসের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। এরপরেই লাঠি চালায় পুলিস। আহত হন ৪ জন তৃণমূল সমর্থক। সিপিআইএম নেতা অভয় ঘোষকে সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।