ঝাড়গ্রাম কলেজে ছাত্রদের হাতে প্রহৃত অধ্যক্ষ
রায়গঞ্জ, মাজদিয়ার পর ফের অধ্যক্ষ নিগ্রহের ঘটনা ঘটল। শনিবার ঝাড়গ্রাম রাজ কলেজে প্রহৃত হলেন অধ্যক্ষ এবং অধ্যাপক। সেই সঙ্গে সঙ্গে প্রকাশ্যে চলে এল তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বও।
রায়গঞ্জ, মাজদিয়ার পর ফের অধ্যক্ষ নিগ্রহের ঘটনা ঘটল। শনিবার ঝাড়গ্রাম রাজ কলেজে প্রহৃত হলেন অধ্যক্ষ এবং অধ্যাপক। সেই সঙ্গে সঙ্গে প্রকাশ্যে চলে এল তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বও।
শনিবার কলেজের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে হাজির হন তৃণমূল ছাত্র পরিষদের একটি গোষ্ঠীর সদস্যরা। সেই সময় অন্য গোষ্ঠীর সদস্যরা তাঁদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। অভিযোগ, দুপক্ষকে থামাতে গেলে আক্রান্ত হন কলেজের অধ্যক্ষ কিশোর কুমার রাঢ়ী এবং রসায়ণ বিভাগের অধ্যাপক তৃষ্ণু কুণ্ডুকে।
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌমেন আচার্যের বিরুদ্ধে অধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠেছে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের সৌমেন আচার্য গোষ্ঠী, পুরো ঘটনার দায় চাপিয়েছে এসএফআইয়ের বিরুদ্ধে। ছাত্র সংসদে এসএফআইকে নিয়ে আসতে অধ্যক্ষের মদত রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে অধ্যক্ষ, অধ্যাপক এবং দুই ছাত্র চিকিত্সাধীন। বিষয়টি নিয়ে তিনি কলেজের প্রিন্সিপ্যালের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।