এখনও প্রতিবাদে সোচ্চার কামদুনি
ক্রমাগত হুমকি আর শাসক দলের চোখরাঙানিতেও থমকে যায়নি প্রতিবাদ। পিছু হঠেনি কামদুনি। শুক্রবারও চেনা মেজাজে পাওয়া গেল সেই কামদুনিকেই। টুম্পা, মৌসুমী, মিতা, অসীমের পর এবার সোনা দাস। তৃণমূল কংগ্রেস কর্মী সোনা দাস ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। প্রতিবাদে মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে প্রশ্ন তুলেছিলেন মৌসুমী, টুম্পারা।
ক্রমাগত হুমকি আর শাসক দলের চোখরাঙানিতেও থমকে যায়নি প্রতিবাদ। পিছু হঠেনি কামদুনি। শুক্রবারও চেনা মেজাজে পাওয়া গেল সেই কামদুনিকেই। টুম্পা, মৌসুমী, মিতা, অসীমের পর এবার সোনা দাস। তৃণমূল কংগ্রেস কর্মী সোনা দাস ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। প্রতিবাদে মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে প্রশ্ন তুলেছিলেন মৌসুমী, টুম্পারা।
এবার প্রকাশ্যে মুখ খুললেন তৃণমূল কর্মী সোনা দাস। উনিশে জুন কামদুনিতে গিয়েছিলেন বিধায়ক সব্যসাচী দত্ত। বিধায়কের সঙ্গে সর্বক্ষণ ছিলেন এই তৃণমূল কর্মী। সিআইডির অসম্পূর্ণ চার্জশিট পেশের পর প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল কর্মী সোনা দাস।
প্রতিবাদ করায় টুম্পা মৌসুমীদের জুটেছিল মাওবাদী তকমা।
কামদুনিকে সবক শেখাতে হাজির হন বিধাননগরের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত।
মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে সোচ্চার হন পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তাঁর দলেরই প্রার্থী।
এর উত্তরে কী বললেন মুখ্যমন্ত্রী ?
মুখ্যমন্ত্রীর হুমকির পরে ভয়ে গুটিয়ে যায় গোটা এলাকা।
ক্রমাগত হুমকিতেও যে মাথা নোয়াবে না , শুক্রবার ফের সেকথাই জানান দিল কামদুনি।