২৪ ঘণ্টার খবরেই ঘটে গেল এমন ঘটনা
২৪ ঘণ্টার খবরের জের। অবশেষে গ্রেফতার জগদ্দল থানার শ্যামনগরের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এজেন্ট সমীর সিনহা রায়। জনধন প্রকল্পের গ্রাহকদের অ্যাকাউন্টে ভুয়ো লেনদেনের অভিযোগে গতকালই তাকে বরখাস্ত করেন ফিডার রোড শাখার ম্যানেজার। ধৃত সমীর সিনহা রায়কে আজ বারাকপুর আদালতে তোলা হবে। ৫০-এর বেশি গ্রাহক পাসবই আপ-টু-ডেট করাতে গিয়ে আবিষ্কার করেন, তাঁদের অ্যাকাউন্ট ব্যবহার করে হাজার হাজার টাকার লেনদেন হয়েছে। ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এজেন্টের দিকেই আঙুল তোলে।
ওয়েব ডেস্ক : ২৪ ঘণ্টার খবরের জের। অবশেষে গ্রেফতার জগদ্দল থানার শ্যামনগরের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এজেন্ট সমীর সিনহা রায়। জনধন প্রকল্পের গ্রাহকদের অ্যাকাউন্টে ভুয়ো লেনদেনের অভিযোগে গতকালই তাকে বরখাস্ত করেন ফিডার রোড শাখার ম্যানেজার। ধৃত সমীর সিনহা রায়কে আজ বারাকপুর আদালতে তোলা হবে। ৫০-এর বেশি গ্রাহক পাসবই আপ-টু-ডেট করাতে গিয়ে আবিষ্কার করেন, তাঁদের অ্যাকাউন্ট ব্যবহার করে হাজার হাজার টাকার লেনদেন হয়েছে। ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এজেন্টের দিকেই আঙুল তোলে।
আরও পড়ুন- ২৪ ঘণ্টার করা প্রথম খবরেই সিলমোহর দিল শ্যামনগরের ঘটনা
কালো টাকা সাদা করার মেশিন। নোট বাতিলের পর অনেক ক্ষেত্রে এমনটাই হয়ে গেছে জনধন অ্যাকাউন্টের ভূমিকা। গরিব মানুষের অজ্ঞতার সুযোগ নিচ্ছে কালো টাকার কারবারিরা। ২৪ ঘণ্টাই প্রথম এ খবর সামনে আনে। সেই খবরেই সিলমোহল দেয় শ্যামনগরের ঘটনা।