আগামী এক-দু দিনে ভারী বর্ষা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে পরের সপ্তাহে

Updated By: Jul 5, 2015, 07:06 PM IST
আগামী এক-দু দিনে ভারী বর্ষা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে পরের সপ্তাহে

ওয়েব ডেস্ক: প্রশান্ত মহাসাগরের ওপর শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে সারাদেশে থমকে মৌসুমী বায়ু। তার প্রভাবে পূর্ব ও উত্তর-পূর্ব ভারত ছাড়া দেশের আর কোনও অংশেই তেমন বৃষ্টি নেই। এমন পরিস্থিতিতে বাংলার বর্ষাভাগ্যে উল্টোছবি। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর অবস্থান করায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রাজ্যের উত্তরাংশে ভারী বৃষ্টি  হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহ থেকে। উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওপর সক্রিয় রয়েছে ঘূর্ণিঝড় লিফা। শক্তি বাড়িয়ে মেঘপুঞ্জ টেনে নিচ্ছে সে। তার জেরে ভারতের ওপর থমকে মৌসুমী বায়ু। কিন্তু মৌসুমী অক্ষরেখা রাজ্যের উত্তর অংশের ওপর দিয়ে বিস্তৃত থাকায় বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। 

 

.