সিস্টারকে ধর্ষণকাণ্ডে এবার জেরার মুখে গাঙনাপুর থানার পুলিসকর্মীরা

কনভেন্টের নিরাপত্তারক্ষীর বয়ান অনুসারে, রাতে তিনি হুইসল বাজিয়েছিলেন। সেই শব্দ কেন পুলিসকর্মীদের কানে পৌছল না?

Updated By: Mar 22, 2015, 01:48 PM IST
সিস্টারকে ধর্ষণকাণ্ডে এবার জেরার মুখে গাঙনাপুর থানার পুলিসকর্মীরা

ওয়েব ডেস্ক: রানাঘাটে সিস্টারকে ধর্ষণকাণ্ডে এবার জেরার মুখে গাঙনাপুর থানার পুলিসকর্মীরা। ঘটনার রাতে টহলদারি ভ্যানের পুলিসকর্মীরা কোথায় ছিল? কনভেন্টের নিরাপত্তারক্ষীর বয়ান অনুসারে, রাতে তিনি হুইসল বাজিয়েছিলেন। সেই শব্দ কেন পুলিসকর্মীদের কানে পৌছল না? পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় এবার তাই, তাঁদেরও জেরা করতে চলেছে সিআইডি।

ঘটনার ন-দিন পরও অধরা দুষ্কৃতীরা। তেমন কোনও সূত্রই নেই তদন্তকারীদের হাতে। আজও ঘটনাস্থলে তদন্ত করছেন সিআইডি গোয়েন্দারা। সকাল থেকে শুরু হয়ে গেছে তত্‍পরতা। চলছে তল্লাসি-জিজ্ঞাসাবাদপর্ব।

রানাঘাটকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য চব্বিশ ঘণ্টার হাতে। ঘটনার রাতে বন্ধ ছিল কনভেন্ট লাগোয়া এলাকার রাস্তার আলোর সুইচ। বিদ্যুত্‍-বিভ্রাট, নাকি পরিকল্পনা করেই নেভানো হয়েছিল আলো? উঠছে প্রশ্ন।

.