ভাল আছে লাভপুরের নির্যাতিতা, রাজ্যের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
সাতদিন পর হাসপাতাল থেকে ছাড়া হল লাভপুরের নির্যাতিতা কিশোরীকে। তাঁর শারীরিক অবস্থা আপাতত সঙ্কটমুক্ত বলে জানিয়েছেন চিকিত্সকেরা। গতকালই বোলপুর আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় ওই কিশোরীর। তিন ঘণ্টারও বেশি সময় ধরে কিশোরীর সঙ্গে কথা বলেন বিচারক সুতপা মল্লিক। পাশের গ্রামের যুবকের সঙ্গে সম্পর্ক থাকায় সালিশি সভায় তরুণীর গণধর্ষণের নিধান দেন গ্রামের মাতব্বররা।২১ জানুয়ারি রাতে গণধর্ষণ করা হয় ওই তরুণীকে।
সাতদিন পর হাসপাতাল থেকে ছাড়া হল লাভপুরের নির্যাতিতা কিশোরীকে। তাঁর শারীরিক অবস্থা আপাতত সঙ্কটমুক্ত বলে জানিয়েছেন চিকিত্সকেরা। গতকালই বোলপুর আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় ওই কিশোরীর। তিন ঘণ্টারও বেশি সময় ধরে কিশোরীর সঙ্গে কথা বলেন বিচারক সুতপা মল্লিক। পাশের গ্রামের যুবকের সঙ্গে সম্পর্ক থাকায় সালিশি সভায় তরুণীর গণধর্ষণের নিধান দেন গ্রামের মাতব্বররা।২১ জানুয়ারি রাতে গণধর্ষণ করা হয় ওই তরুণীকে।
লাভপুর গণধর্ষণকাণ্ডে এবার রাজ্যের মুখ্যসচিবের রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। পুলিসি তদন্ত কোন পথে চলছে এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানতে চেয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ১৪ ফেব্রুয়ারির মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। আজই বীরভূমের জেলা জজের রিপোর্ট জমা পড়ছে সুপ্রিম কোর্টে। সংবাদমাধ্যমে গণধর্ষণকাণ্ডের খবর জেনে গত ২৪ জানুয়ারি স্বতঃপ্রণোদিত মামলা করে প্রধান বিচারপতির বেঞ্চ। বীরভূমের জেলা জজকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়।