নেতৃত্বের চাপে ভাঙড়ে এক মঞ্চে আরাবুল ইসলাম ও রেজ্জাক মোল্লা

  নেতৃত্বের চাপে ভাঙড়ে এক মঞ্চে আরাবুল ইসলাম ও রেজ্জাক মোল্লা। ভাঙড়ে পাকপোল বাজারে দলীয় কর্মীদের নিয়ে সভা করলেন দুজনে। গত পরশুই ভাঙড়ের দ্বন্দ্ব মেটাতে আরাবুল ইসলাম , কাইজার আহামেদ এবং রেজ্জাক মোল্লাকে এক সঙ্গে বসিয়ে মিটিং করেন শোভন চট্টোপাধ্যায়।  সংঘাত মেটাতে আরাবুল ইসলামকে সভাপতি করে ভাঙড়ের জন্য গড়া হয় নির্বাচনী কমিটি।  কনভেনর করা হয় কাইজারকে। তার পরেই গতকাল একসঙ্গে ভাঙড় রাজনীতির দুই যুযুধান আরবুল-রেজ্জাক। যদিও সভায় ছিলেন না কাইজার আহমেদ।

Updated By: Mar 11, 2016, 10:28 AM IST
 নেতৃত্বের চাপে ভাঙড়ে এক মঞ্চে আরাবুল ইসলাম ও রেজ্জাক মোল্লা

ওয়েব ডেস্ক:  নেতৃত্বের চাপে ভাঙড়ে এক মঞ্চে আরাবুল ইসলাম ও রেজ্জাক মোল্লা। ভাঙড়ে পাকপোল বাজারে দলীয় কর্মীদের নিয়ে সভা করলেন দুজনে। গত পরশুই ভাঙড়ের দ্বন্দ্ব মেটাতে আরাবুল ইসলাম , কাইজার আহামেদ এবং রেজ্জাক মোল্লাকে এক সঙ্গে বসিয়ে মিটিং করেন শোভন চট্টোপাধ্যায়।  সংঘাত মেটাতে আরাবুল ইসলামকে সভাপতি করে ভাঙড়ের জন্য গড়া হয় নির্বাচনী কমিটি।  কনভেনর করা হয় কাইজারকে। তার পরেই গতকাল একসঙ্গে ভাঙড় রাজনীতির দুই যুযুধান আরবুল-রেজ্জাক। যদিও সভায় ছিলেন না কাইজার আহমেদ।

.