বাংলাদেশে NIA তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন সঞ্জীব কুমার সিং
Updated By: Nov 13, 2014, 09:31 PM IST
বর্ধমানকাণ্ডের তদন্তে ১৭ নভেম্বর বাংলাদেশ যাচ্ছে NIA-র তদন্তকারী দল। চার সদস্যের দলের নেতৃত্বে থাকবেন NIA-র পূর্বাঞ্চলের দায়িত্বে থাকা আইজি সঞ্জীব কুমার সিং। তদন্তে এখনও পর্যন্ত যে সব তথ্য প্রমাণ গোয়েন্দাদের হাতে এসেছে, তা আদানপ্রদান করবে দু পক্ষ।
ইতিমধ্যে বাংলাদেশ পুলিসও বেশ কয়েকজন সন্দেহভাজন জামাত-উল-মুজাহিদিন (বাংলাদেশ) বা জেএমবি জঙ্গিদের গ্রেফতার করেছে। সেখানে গিয়ে তাদের জেরা করতে পারেন NIA গোয়েন্দারা। এই সফর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে বলে আশাবাদী NIA।
গতকাল বর্ধমানকাণ্ডের প্রায় চল্লিশদিন পরে বিস্ফোরণে নিহত সুভান মণ্ডলের প্রকৃত পরিচয় জানতে পেরেছে পুলিস।