ভাঙড়ের কাশিপুরে মদ্যপের মারে আক্রান্ত বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক
ভাঙড়ের কাশিপুরে মদ্যপের মারে আক্রান্ত বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক। এই ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল মোল্লার বাড়িতে গতকাল রাতে হানা দেয় পুলিস। যদিও পুলিসের চোখে ধুলো দিয়ে চম্পট দেয় অভিযুক্ত মোজ্জামেল মোল্লা। সূত্রের খবর, রবিবার রাতে বাড়ি ফেরার সময় মদ্যপ মোজ্জামেলের গালিগালাজের প্রতিবাদ করেন শিক্ষক।তখনই শিক্ষকের নাকে সজোরে ঘুঁসি মারে মোজ্জামেল।
ওয়েব ডেস্ক: ভাঙড়ের কাশিপুরে মদ্যপের মারে আক্রান্ত বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক। এই ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল মোল্লার বাড়িতে গতকাল রাতে হানা দেয় পুলিস। যদিও পুলিসের চোখে ধুলো দিয়ে চম্পট দেয় অভিযুক্ত মোজ্জামেল মোল্লা। সূত্রের খবর, রবিবার রাতে বাড়ি ফেরার সময় মদ্যপ মোজ্জামেলের গালিগালাজের প্রতিবাদ করেন শিক্ষক।তখনই শিক্ষকের নাকে সজোরে ঘুঁসি মারে মোজ্জামেল।
আরও পড়ুন শিশুপাচারে সরাসরি যুক্ত বিজেপি নেত্রী জুহি চৌধুরী, দাবি সিআইডির
গতকাল কাশিপুর থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষক। রাতেই অভিযুক্ত মোজ্জামেলের বাড়িতে হানা দেয় পুলিস। ঘটনার পর থেকই আতঙ্কে দিন কাটাচ্ছেন কাঁঠালিয়া ইডেন ইনস্টিটিউট স্কুলের প্রধান শিক্ষক খালিদ আক্তার।
আরও পড়ুন জলপাইগুড়ির শিশু পাচারে দিল্লি কানেকশন, প্রায়ই দিল্লিতে দরবার করতেন বিজেপি নেত্রী