রাজ্য সরকারের টাকা বিলি নিয়ে বাসুদেব আচারিয়ার অভিযোগ উড়িয়ে দিলেন বাঁকুড়ার জেলাশাসক
নির্বাচনী বিধি ভেঙে রাজ্য বাঁকুড়ায় টাকা বিলির চেষ্টা করছে বলে যে অভিযোগ তুলেছিলেন বাসুদেব আচারিয়া, তা উড়িয়ে দিলেন জেলাশাসক। নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠিয়ে তিনি জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মতো কোনও ঘটনাই ঘটেনি। সেইসঙ্গে জেলাশাসকের দাবি, কোনও ক্লাব বা ব্যক্তিকে কোনও টাকা দেওয়া হয়নি।
নির্বাচনী বিধি ভেঙে রাজ্য বাঁকুড়ায় টাকা বিলির চেষ্টা করছে বলে যে অভিযোগ তুলেছিলেন বাসুদেব আচারিয়া, তা উড়িয়ে দিলেন জেলাশাসক। নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠিয়ে তিনি জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মতো কোনও ঘটনাই ঘটেনি। সেইসঙ্গে জেলাশাসকের দাবি, কোনও ক্লাব বা ব্যক্তিকে কোনও টাকা দেওয়া হয়নি।
বাঁকুড়ার সিপিআইএম প্রার্থী বাসুদেব আচারিয়া অভিযোগ করেন, তাঁর কেন্দ্রের ভোটারদের প্রভাবিত করতে রাজ্যে ক্রীড়া ও যুবকল্যাণ দফতর অষ্টআশি লক্ষ উনত্রিশ হাজার টাকা বিলি করার উদ্যোগ নিয়েছে। জঙ্গলমহলের বিভিন্ন ক্লাব ও ব্যক্তিকে এই বিপুল পরিমাণ টাকা দেওয়া হচ্ছে পুলিস সুপারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে। চেক ও বিল নম্বর উদ্ধৃত করে বাঁকুড়ার ডিএমের কাছে বাসুদেববাবু অভিযোগ করেন, রাজ্যের এই উদ্যোগ নির্বাচনী বিধি ভঙ্গেরই সামিল। চব্বিশ ঘণ্টার খবরের জেরে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। সেই রিপোর্টে জেলাশাসক জানিয়েছেন, টাকা যেহেতু বিলি হয়নি, তাই নির্বাচনী বিধি ভাঙার প্রশ্ন ওঠে না।