গত তিনদিনে রাজ্যে প্রকাশ্যে গুলি চলেছে চারবার

কোচবিহারে খুল্লমখুল্লা গুলি,বোমার ঘটনা হিমশৈলীর চূড়ামাত্র। গত তিনদিনে রাজ্যে প্রকাশ্যে গুলি চলেছে চারবার। শুক্রবার রাত থেকে বিভিন্ন জায়গায় গুলির ঘটনায় তটস্থ গোটা দক্ষিণ চব্বিশপরগনা।  

Updated By: Nov 30, 2015, 09:19 AM IST
গত তিনদিনে রাজ্যে প্রকাশ্যে গুলি চলেছে চারবার

ওয়েব ডেস্ক: কোচবিহারে খুল্লমখুল্লা গুলি,বোমার ঘটনা হিমশৈলীর চূড়ামাত্র। গত তিনদিনে রাজ্যে প্রকাশ্যে গুলি চলেছে চারবার। শুক্রবার রাত থেকে বিভিন্ন জায়গায় গুলির ঘটনায় তটস্থ গোটা দক্ষিণ চব্বিশপরগনা।  
শুক্রবার  রাতে গড়িয়ার লক গেট এলাকায় দুষ্কৃতিদের ছোড়া  দশ থেকে পনের রাউন্ড গুলিতে জখম হন দুজন।  
চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই শনিবার রাতে ফের গুলির ঘটনা  জয়নগরের পদ্মপুকুর এলাকায়। এখানে আবার খোদ পুলিসকে লক্ষ্য করেই গুলি। গোটা ঘটনায় যখন কাল সকাল থেকেই   থমথমে এলাকা তখনই ফের গুলি জয়নগরের শিবপুরে।
এবার দুষ্কৃতীদের গুলির নিশানায়  শিক্ষক। আর প্রকাশ্যে গুলির সর্বশেষ উদাহরণ কোচবিহার। কথায় কথায় আগ্নেয়াস্ত্র,মুড়িমুড়কির মতো গুলি বোমার ঘটনায়  কী করছে পুলিসপ্রশাসন? কেন অপরাধমূলক কাজের সঙ্গে বারবার জড়াচ্ছে শাসকদলের নাম? এসব প্রশ্ন তুলে যখন সমালোচনায়  সরব বিরোধীরা , তখন কিন্তু বাংলা কার্যত দুষ্কৃতী শাসনে।

 

.