এ রাজ্যেই প্রতিদিন চলছে ক্রীতদাস বিকিকিনি
Updated By: Nov 23, 2014, 10:36 PM IST
রবি ঠাকুরের কবিতার সঙ্গে এ হাটের বিস্তর ফারাক। উচ্ছে, বেগুন, পটল, মুলো নয়, এ হাটে বিক্রি হয় মানুষ। কাটোয়া ছোট লাইন স্টেশনে সপ্তাহে ৬ দিন বসে এই হাট।
কাটোয়া শহরের এই হাটে রোজ ভিড় করেন বহু মানুষ। তবে জিনিসপত্র কিনতে নয়, শ্রম বিক্রির উদ্দেশে। এখান থেকেই রীতিমত দরদাম করে চুক্তি ভিত্তিতে বিভিন্ন জায়গায় পাঠানো হয় শ্রমিকের দল। মাটি কাটা থেকে শুরু করে, রাজমিস্ত্রির কাজ, চাষবাস সহ অন্য কাজও করেন তাঁরা।
সপ্তাহে ছদিন সকাল এগারোটা থেকে কাটোয়া ছোট লাইন স্টেশনে বসে এই হাট। বর্ধমান জেলা তো বটেই, কেনা-বেচার জন্য মানুষ আসেন মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সহ অন্যান্য জেলা থেকেও।