খেলার আড়ালে সাপের চোরাচালান, ধৃত চক্রী

দিনের বেলায় লোক দেখানো সাপের খেলা। তার আড়ালে আসলে চলছিল বিষধর সাপের চোরাচালান। এই খবর পেয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে হানা দিল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। পুলিসের সঙ্গে যৌথ অভিযানে হাতেনাতে গ্রেফতার হয়েছে এক জন। পলাতক আরও এক।

Updated By: Mar 31, 2015, 08:53 PM IST
খেলার আড়ালে সাপের চোরাচালান, ধৃত চক্রী

ওয়েব ডেস্ক:দিনের বেলায় লোক দেখানো সাপের খেলা। তার আড়ালে আসলে চলছিল বিষধর সাপের চোরাচালান। এই খবর পেয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে হানা দিল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। পুলিসের সঙ্গে যৌথ অভিযানে হাতেনাতে গ্রেফতার হয়েছে এক জন। পলাতক আরও এক।

বিষ্ণুপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডে কালিন্দী বাঁধ এলাকায় ছোট্ট কুড়েঘর। সেখানে বসেই বাবার সঙ্গে হাত মিলিয়ে বিষধর সাপের কারবার চালাচ্ছিল অপূর্ব বাগদি। বিশেষ সূত্রে খবর পেয়ে হানা দেয়, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। সঙ্গে ছিল পুলিসবাহিনীও।   

বনদফতর সূত্রে খবর, কালনাগিনী, খরিশ, গোখরো, চন্দ্রবোড়া-এই সমস্ত বিষধর সাপ ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় তা চোরাচালান করত বাবা-ছেলে। ধৃত অপূর্ব বাগদিকে মঙ্গলবার বিষ্ণুপুর আদালতে তোলা হয়। 

.