ক্ষোভে উত্তাল বড়ঞাঁ, চলছে বন্ধ
মুর্শিদাবাদের খরজুনায় ধর্ষণ করে খুনের প্রতিবাদে আজ বারো ঘণ্টার বনধ পালিত হচ্ছে বড়ঞাঁয়। আলাদাভাবে বনধের ডাক দিয়েছে বামফ্রন্ট ও কংগ্রেস। খড়গ্রামে আদিবাসী মহিলাকে ধর্ষণের প্রতিবাদেও আজ সেখানেও বামফ্রন্টের ডাকে বনধ পালিত হচ্ছে। এলাকার পরিস্থিত বেশ থমথমে।
মুর্শিদাবাদের খরজুনায় ধর্ষণ করে খুনের প্রতিবাদে আজ বারো ঘণ্টার বনধ পালিত হচ্ছে বড়ঞাঁয়। আলাদাভাবে বনধের ডাক দিয়েছে বামফ্রন্ট ও কংগ্রেস। খড়গ্রামে আদিবাসী মহিলাকে ধর্ষণের প্রতিবাদেও আজ সেখানেও বামফ্রন্টের ডাকে বনধ পালিত হচ্ছে। এলাকার পরিস্থিত বেশ থমথমে।
খরজুনায় ধর্ষণ হয়নি বলে পুলিস সুপার যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে কান্দির মহকুমাশাসকের কাছে গতকাল স্মারকলিপি দেয় বামফ্রন্ট। প্রতিবাদে সোচ্চার খরজুনার সাধারণ মানুষও। তাদের দাবি, মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে পুলিস সুপারকে। একই সঙ্গে গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর নীরব কেন, সেই প্রশ্নও তুলেছেন খরজুনার বাসিন্দারা।