আড়াই লক্ষ টাকার মুক্তিপণে ছাড়া পেল অপহৃত ছাত্রী
প্রায় আড়াই লক্ষ টাকা মুক্তিপণের বিনিময় ছাড়া পেল অপহৃত পঞ্চম শ্রেণীর ছাত্রী অনুষ্কা দাস। বৃহস্পতিবার গভীর রাতে অপহরণকারীরা তাকে বারাসত হাসপাতালের সামনে ফেলে দিয়ে যায়।
প্রায় আড়াই লক্ষ টাকা মুক্তিপণের বিনিময় ছাড়া পেল অপহৃত পঞ্চম শ্রেণীর ছাত্রী অনুষ্কা দাস। বৃহস্পতিবার গভীর রাতে অপহরণকারীরা তাকে বারাসত হাসপাতালের সামনে ফেলে দিয়ে যায়। সেখান থেকে ১১ বছর বয়সী অনুষ্কাকে উদ্ধার করে তার বাড়ির লোক।
এদিন রাতে বারাকপুর-বারাসত রোডে এক শিক্ষকের বাড়ি থেকে পড়ে ফেরার সময় অনুষ্কাকে অপহরণ করে একদল দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোজকার মত দাদার সঙ্গে বাড়ি ফিরছিল অনুষ্কা। তখনই পিছন থেকে একটি মারুতি জেন গাড়ি ছাত্রীর দাদাকে ধাক্কা মারে। তারপরই অনুষ্কাকে তুলে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ওই গাড়িটিকে সন্দেহজনক ভাবে এলাকায় ঘোরা ফেরা করতে দেখা যাচ্ছিল। মেয়ের অপহরণের খবর স্থানীয় থানায় জানান অনুষ্কার বাবা। জানা গেছে, রাত ১২টার পর ছাত্রীর বাবার মোবাইলে ফোন করে মুক্তিপণের দাবি জানায় অপহরণকারীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।