পুরভোটে সন্ত্রাস হলে পাল্টা প্রতিরোধে যাবেন বাম কর্মীরা, বললেন সূর্যকান্ত মিশ্র

পুরভোটে সন্ত্রাস হলে পাল্টা প্রতিরোধে যাবেন বাম কর্মীরাও। আজ একথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর কটাক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যাপারে রাজ্য সরকার, এমনকি নির্বাচন কমিশনের ওপর ভরসা রাখা অর্থহীন।

Updated By: Apr 1, 2015, 07:13 PM IST

ওয়েব ডেস্ক: পুরভোটে সন্ত্রাস হলে পাল্টা প্রতিরোধে যাবেন বাম কর্মীরাও। আজ একথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর কটাক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যাপারে রাজ্য সরকার, এমনকি নির্বাচন কমিশনের ওপর ভরসা রাখা অর্থহীন।

সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের আশঙ্কা, কলকাতা কর্পোরেশনের ২০ থেকে ২১টি ওয়ার্ডে ব্যাপক সন্ত্রাস চালাবে শাসকদল।  বুধবার তিনি বলেন,ভোটের দিন অশান্তি হলে গণ প্রতিরোধ গড়ে তুলবে তাদের দল। সেই প্রতিরোধে সামিল হবেন তিনি নিজে ও তাঁর দলের নেতারাও।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে নির্বাচন কমিশন ও রাজ্য সরকার, উভয়কেই কটাক্ষ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক।

সিপিআইএমের নতুন রাজ্য সম্পাদকের বক্তব্য, বাম কর্মীরা সক্রিয় হয়ে রাস্তায় নেমেছেন বলেই পঞ্চায়েত নির্বাচনের তুলনায় পুরসভায় বামেদের অবস্থা অনেকটাই ভাল। ব্যাপক সন্ত্রাস সত্ত্বেও ৮৫ শতাংশ আসনে প্রার্থী দিতে পেরেছে বিরোধী বামেরা।

.