স্কুলের শিক্ষিকাকে হুমকি, ফের কাঠগড়ায় তৃণমূল বিধায়ক

পরীক্ষায় অসফল ছাত্রীদের পাশ করানোর দাবিতে স্কুলের প্রধান শিক্ষিকাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার দত্তফুলিয়া ইউনিয়ন অ্যাকাডেমি ফর গার্লস স্কুলে। বিধায়কের অনুগামীরা স্কুলে ঢুকে গন্ডগোল সৃষ্টিরও চেষ্টা করে বলে অভিযোগ।

Updated By: Jun 23, 2012, 08:21 PM IST

পরীক্ষায় অসফল ছাত্রীদের পাশ করানোর দাবিতে স্কুলের প্রধান শিক্ষিকাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার দত্তফুলিয়া  ইউনিয়ন অ্যাকাডেমি ফর গার্লস স্কুলে। বিধায়কের অনুগামীরা স্কুলে ঢুকে গন্ডগোল সৃষ্টিরও চেষ্টা করে বলে অভিযোগ।
স্কুলের একাদশ শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য হন ১১৯ জন ছাত্রী। তাদের পাশ করানোর জন্য স্কুল কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করেন অভিভাবকেরা। কিন্তু ছাত্রীরা এতই কম নম্বর পেয়েছেন যে তাঁদের পাশ করানো অসম্ভব বলে জানিয়ে দেন প্রধান শিক্ষিকা সর্বাণী নন্দ হোতা। এরই প্রতিবাদে শনিবার স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। শিক্ষিকাদের ক্লাস নিতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। 
অভিযোগ, এরপরই দলবল নিয়ে স্কুলে উপস্থিত হন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা স্কুলের পরিচালন সমিতির সভাপতি সমীর পোদ্দার। তাঁর নেতৃত্বেই স্টাফ রুমে ঢুকে পড়েন অভিভাবকরা। আর বাইরে লাঠি, রড হাতে অপেক্ষা করতে থাকেন বিধায়কের অনুগামীরা। বিধায়কের সামনেই পাশ করার জন্য প্রধান শিক্ষিকার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন অভিভাবকরা। এরপরই স্বমহিমায় আবির্ভূত হন তৃণমূল বিধায়ক। বৈঠকের মধ্যেই প্রধানশিক্ষিকাকে নানাভাবে হুমকি দিতে থাকেন তিনি। পরে অবশ্য হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন সমীর পোদ্দার।
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য শিক্ষিকারাও।
এই প্রথম নয়। এর আগেও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের হুমকি দিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। এমনকি শিক্ষক-শিক্ষিকাদের মারধরেরও অভিযোগ উঠেছে। যেমন ভাঙর কলেজের পরিচালন সমিতির সভাপতি , তৃণমূল নেতা আরাবুল ইসলাম অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মেরেছিলেন বলে অভিযোগ। যেমন রায়গঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিগৃহীত হন স্থানীয় তৃণমূল নেতা তিলক চৌধুরীর হাতে। সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েও তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা তাণ্ডব চালিয়েছিল উপাচার্যের অফিসে। 

.