পরীক্ষায় ফেল করার আশঙ্কায় আত্মহত্যার চেষ্টা তিন বোনের

পরীক্ষায় ফেল করার আশঙ্কায় আত্মহত্যার চেষ্টা করল তিন বোন। হাসপাতালে মৃত্যু হয় এক জনের। বাকি দু জনের অবস্থা আশঙ্কাজনক। ক্লাস সিক্স-সেভেনের তিন ছাত্রীর এই বিষ খাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে।

Updated By: Dec 3, 2016, 08:34 PM IST
পরীক্ষায় ফেল করার আশঙ্কায় আত্মহত্যার চেষ্টা তিন বোনের

ওয়েব ডেস্ক: পরীক্ষায় ফেল করার আশঙ্কায় আত্মহত্যার চেষ্টা করল তিন বোন। হাসপাতালে মৃত্যু হয় এক জনের। বাকি দু জনের অবস্থা আশঙ্কাজনক। ক্লাস সিক্স-সেভেনের তিন ছাত্রীর এই বিষ খাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে।

আরও পড়ুন জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের কী পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

মহিষাদলের তেতুলবেড়িয়া হাইস্কুলে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা ছিল মহিষাদলের হীরারামপুর গ্রামের কাশমিরা খাতুন, রুবিনা খাতুন ও তঞ্জিল খাতুনের। কিন্তু তারা পরীক্ষা দিতে যায়নি। বিষ খেয়ে হাসপাতালে ভর্তি। হাসপাতালেই মারা যায় কাশমিরা। বাকি দুজন লড়াই করছে মৃত্যুর সঙ্গে।

গত বছর পরীক্ষা খারাপ হয়েছিল। এবারও যদি তেমন হয়? এই আশঙ্কায় কীটনাশক খায় তিনজন। সব জেড়তুতো-খুড়তোতো বোন। সবসময় একসঙ্গেই কাটাতো। তাই একসঙ্গে মরতেও চেয়েছিল। হলদিয়া হাসপাতালে ভর্তি বাকি দুজনের অবস্থাও সঙ্কটজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন শুধু কলকাতা নয়, উত্তরবঙ্গের বালুরঘাটেও লেনদেন চলছে PAYTM-এ

.