রেডিও কলারের ক্ষতই সুন্দরবনে বাঘিনীর মৃত্যুর কারণ, প্রাথমিক অনুমান বনদফতরের
রেডিও কলারের ক্ষতই সুন্দরবনে বাঘিনীর মৃত্যুর কারণ। প্রাথমিক ভাবে এমনটাই মনে করছে বনদফতর। সুন্দরবনে সজনেখালি থেকে উদ্ধার হয় বাঘিনীর দেহ। বছর দুয়েক আগে অসুস্থ অবস্থায় উদ্ধার হয় বাঘিনীটি। সজনেখালিতে দীর্ঘদিন চিকিত্সা চলছিল।
ওয়েব ডেস্ক: রেডিও কলারের ক্ষতই সুন্দরবনে বাঘিনীর মৃত্যুর কারণ। প্রাথমিক ভাবে এমনটাই মনে করছে বনদফতর। সুন্দরবনে সজনেখালি থেকে উদ্ধার হয় বাঘিনীর দেহ। বছর দুয়েক আগে অসুস্থ অবস্থায় উদ্ধার হয় বাঘিনীটি। সজনেখালিতে দীর্ঘদিন চিকিত্সা চলছিল।
গত বছর স্বাধীনতা দিবসে বাঘিনীটিকে ছাড়া হয় জঙ্গলে। ছাড়ার আগে পরানো হয় রেডিও কলারও। আজ সকালে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান চিকিত্সক ও বনদফতরের আধিকারিকরা। এই ঘটনার জেরে পরবর্তী সময়ে বাঘেদের রেডিও কলার পরানো কতটা সম্ভব হবে সেনিয়ে তৈরি হয়েছে সংশয়।