ভোট প্রচারের জন্য মেলা প্রাঙ্গনকেই বেছে নিলেন তৃণমূল প্রার্থী
ভোট প্রচারের জন্য মেলা প্রাঙ্গনকেই বেছে নিলেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল মাঝি। সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায় চৈত্র মাসে বিভিন্ন ধরনের ছোট ছোট মেলা হয়। কোথাও শীতলা পুজো উপলক্ষে তো কোথাও শিব পুজো উপলক্ষে।
![ভোট প্রচারের জন্য মেলা প্রাঙ্গনকেই বেছে নিলেন তৃণমূল প্রার্থী ভোট প্রচারের জন্য মেলা প্রাঙ্গনকেই বেছে নিলেন তৃণমূল প্রার্থী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/03/52630-tmc-3-4-16.jpg)
ওয়েব ডেস্ক: ভোট প্রচারের জন্য মেলা প্রাঙ্গনকেই বেছে নিলেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল মাঝি। সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায় চৈত্র মাসে বিভিন্ন ধরনের ছোট ছোট মেলা হয়। কোথাও শীতলা পুজো উপলক্ষে তো কোথাও শিব পুজো উপলক্ষে।
গত চারদিন ধরে এরকমই একটি মেলা চলছে কুলতলির পেটকুলচাঁদ এলাকায়। শনিবার রাতে সেখানে পৌছে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী গোপাল মাঝি। এরপর শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। জনসংযোগ বাড়াতে মেলায় আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রার্থী। প্রচার চলাকালীন দলীয় পতাকা এবং কোনও স্লোগান ব্যবহার করেননি তিনি। তবে এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে প্রচণ্ড আত্মবিশ্বাসী গোপাল মাঝি।