দলীয় রঙ সবুজ লাড্ডুতেই বিজয় উত্সব পালন তৃণমূলের
Updated By: May 5, 2015, 10:41 AM IST
![দলীয় রঙ সবুজ লাড্ডুতেই বিজয় উত্সব পালন তৃণমূলের দলীয় রঙ সবুজ লাড্ডুতেই বিজয় উত্সব পালন তৃণমূলের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/05/05/37596-greenladdu.jpg)
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের রং সবুজ। তাই এবার সেই মত রাঙানো হল লাড্ডু। নেপালে ভূমিকম্পের জেরে বাতিল হয়েছে বিজয় উত্সব পালন। তাই দলীয় কর্মী সমর্থকদের মন রাখতে হুগলিতে তৃণমূলনেত্রীর পছন্দের রঙ দিয়ে বানানো হচ্ছে লাডডু। সেই লাড্ডু দিয়েই আপাতত কর্মীরা নিজেদের মত করে বিজয় উত্সবে মাতবেন।
এই সুযোগকে কাজে লাগিয়েছেন লাড্ডু কারখানার মালিকও। বিজয় উত্সব উপলক্ষে প্রায় ৭ হাজার লাডডু সরবরাহ করা হয়েছে। বরাত রয়েছে আরও লাড্ডুর। গতবছরও একইরকম অর্ডার এসেছিল তৃণমূলের পক্ষ থেকে। এবারও একই অর্ডার আসায় খুশি কারখানা মালিক।