তৃণমূলের গোষ্ঠীকোন্দল আরও প্রকট কোচবিহারে
তৃণমূলের গোষ্ঠীকোন্দল আরও প্রকট কোচবিহারে। মাথাভাঙায় তৃণমূলের শ্রমিক নেতাকে মারধর-নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৩ জন। অভিযোগ, ধৃতেরা শীতলকুচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মণের অনুগামী। আজ ভোরে মাথাভাঙা পুলিস তাদের গ্রেফতার করে। ধৃতেরা হলেন রবি বর্মণ, সুদান বর্মণ ও সুধীর বর্মণ।
ওয়েব ডেস্ক : তৃণমূলের গোষ্ঠীকোন্দল আরও প্রকট কোচবিহারে। মাথাভাঙায় তৃণমূলের শ্রমিক নেতাকে মারধর-নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৩ জন। অভিযোগ, ধৃতেরা শীতলকুচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মণের অনুগামী। আজ ভোরে মাথাভাঙা পুলিস তাদের গ্রেফতার করে। ধৃতেরা হলেন রবি বর্মণ, সুদান বর্মণ ও সুধীর বর্মণ।
গত ২৪ জানুয়ারি মাথাভাঙায় একটি প্লাইউড কারখানার সামনে সভা করতে গিয়ে আক্রান্ত হন তৃণমূলের শ্রমিক নেতা আলিজার রহমান। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। অভিযোগ ওঠে, গোষ্ঠীকোন্দলের জেরেই এই হামলা।
খোদ বিধায়ক হিতেন বর্মণের বিরুদ্ধে হামলায় উসকানির অভিযোগ তুলে থানায় FIR করেন দলেরই জেলাপরিষদ সদস্য। এর আগে, হিতেন বর্মণের স্ত্রীর বিরুদ্ধে মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করেছিলেন আলিজার রহমান। এর জেরেই তাঁর ওপর হামলা বলে অভিযোগ আলিজারের।
আরও পড়ুন, শান্তি ফিরল, তবে জট কাটল না ভাঙড়ে