কেতুগ্রামের আক্রান্ত তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ

কেতুগ্রামের আক্রান্ত তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ। তাঁকে প্রাণে মারতেই হামলা হয় বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা।  গতকাল সন্ধ্যায় দলীয় কাজ সেরে কেতুগ্রামে তৃণমূল পার্টি অফিসে বসে ছিলেন তিনি। পার্টি অফিসে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি জাহেদ শেখ। তখনই লাঠিসোটা নিয়ে পার্টি অফিসে হামলা চালায় এক দল দুষ্কৃতী। বাধা দিতে গেলে আক্রান্ত হন জাহেদ শেখের গাড়ির চালক।

Updated By: Sep 9, 2016, 08:13 AM IST
কেতুগ্রামের আক্রান্ত তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ

ওয়েব ডেস্ক: কেতুগ্রামের আক্রান্ত তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ। তাঁকে প্রাণে মারতেই হামলা হয় বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা।  গতকাল সন্ধ্যায় দলীয় কাজ সেরে কেতুগ্রামে তৃণমূল পার্টি অফিসে বসে ছিলেন তিনি। পার্টি অফিসে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি জাহেদ শেখ। তখনই লাঠিসোটা নিয়ে পার্টি অফিসে হামলা চালায় এক দল দুষ্কৃতী। বাধা দিতে গেলে আক্রান্ত হন জাহেদ শেখের গাড়ির চালক।

আরও পড়ুন মা, মাদার, সন্ত শুনে শুনে বাঙালির 'সেরা' মাকে নিয়ে আজ না লিখে পারলাম না

মেরে তার কোমর ভেঙে দেওয়া হয়। বিধায়ককে পার্টি অফিসের ওপরে নিয়ে চলে যান তাঁর দেহরক্ষীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিসবাহিনী। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি হারা শেখের  নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ। বেশ কিছুদিন আগেই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হারা শেখকে দল থেকে বহিষ্কার করা হয়। যদিও হারা শেখের পাল্টা দাবি, মিটিং সেরে ফেরার পথে তাঁর ওপরই হামলা হয়। 

আরও পড়ুন  বাঁকুড়ার রায়পুরে খুন হলেন তৃণমূল নেতা অনিল মাহাত

.