নবদ্বীপ হাসপাতালে খুন তৃণমূল নেতা

হাসপাতালে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল পূর্বস্থলীর তৃণমূল নেতা সজল ঘোষের। সোমবার রাতে, ছাত্র সংসদ নির্বাচনে গণ্ডগোলের জেরে আহত দুই তৃণমূল ছাত্র পরিষদ সমর্থককে দেখতে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে যান সজলবাবু। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি।

Updated By: Jan 10, 2012, 09:38 AM IST

হাসপাতালে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল পূর্বস্থলীর তৃণমূল নেতা সজল ঘোষের। সোমবার রাতে, ছাত্র সংসদ নির্বাচনে গণ্ডগোলের জেরে আহত দুই তৃণমূল ছাত্র পরিষদ সমর্থককে দেখতে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে যান সজলবাবু। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি।
খুনের ঘটনায় প্রদীপ সাহা নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিস। সিপিআইএমের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে তৃণমূল।  অভিযোগ অস্বীকার করার পাশাপাশি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে পাল্টা দাবি করেছে সিপিআইএম।
গতকাল, বর্ধমানের পূর্বস্থলীর পারুলিয়া কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। আহত দুই তৃণমূল ছাত্র পরিষদ সমর্থক ও এক এসএফআই সমর্থককে নদিয়ার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দলীয় সমর্থক দুই ছাত্রকে দেখতে হাসপাতালে যান পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি ও এলাকার আরেক তৃণমূল নেতা সজল ঘোষ। হাসপাতালের ভিতরেই দুষ্কৃতীদের গুলিতে মারা যান সজলবাবু। অভিযোগ, তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জিকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সজলবাবুর গায়ে লাগে। খবর পেয়ে হাসপাতালে যান বর্ধমান ও নদিয়ার উচ্চপদস্থ পুলিস আধিকারিকরা। পৌঁছন তৃণমূলের অন্য নেতারা।
ঘটনার পর প্রবল উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে। নিরাপত্তার কারণে আহত এসএফআই সমর্থককে হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিস।

.