হলদিয়ার মাটিতে ভোটের লড়াই এবার হাড্ডাহাড্ডি

শিল্পশহরের ভোটে লড়াই এবার হাড্ডাহাড্ডি। সব ইস্যু ছাপিয়ে বাম-তৃণমূল দু-পক্ষের প্রচারেই গুরুত্ব পাচ্ছে শিল্পায়ন ও কর্মসংস্থান। শেষ পর্বের নির্বাচনে নজরকাড়া বিধানসভা কেন্দ্র হলদিয়া।

Updated By: Apr 29, 2016, 05:09 PM IST
হলদিয়ার মাটিতে ভোটের লড়াই এবার হাড্ডাহাড্ডি

ওয়েব ডেস্ক: শিল্পশহরের ভোটে লড়াই এবার হাড্ডাহাড্ডি। সব ইস্যু ছাপিয়ে বাম-তৃণমূল দু-পক্ষের প্রচারেই গুরুত্ব পাচ্ছে শিল্পায়ন ও কর্মসংস্থান। শেষ পর্বের নির্বাচনে নজরকাড়া বিধানসভা কেন্দ্র হলদিয়া।

২০১১-এ বিধানসভার আসন পুনর্বিন্যাসের পর তৈরি হয় হলদিয়া কেন্দ্র। হলদিয়া পুরসভা ও সুতাহাটা ব্লকের ১৬টি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি এই বিধানসভা কেন্দ্র। পুরসভা ও পঞ্চায়েত সমিতি দুটিই এখন তৃণমূলের দখলে। ২০১১-র বিধানসভা নির্বাচনে হলদিয়ায় সিপিএম প্রার্থীকে ১২ হাজার ভোটে হারিয়ে দেন তৃণমূলের শিউলি সাহা। ২০১৪-র লোকসভা নির্বাচনে হলদিয়া বিধানসভা কেন্দ্রে বামেদের পিছনে ফেলে সাড়ে ১১ হাজার ভোটে এগিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

তৃণমূলের দলীয় রাজনীতিতে অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত শিউলি সাহাকে এবার কেশপুরে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়ায় ঘাসফুলের প্রার্থী মধুরিমা মণ্ডল। উল্টোদিকে জোট প্রার্থী সিপিএমের তাপসী মণ্ডল। রাজনৈতিক মহল বলছে, এলাকায় বিজেপির সংগঠন থাকলেও শিল্পশহরে বাম-তৃণমূলের দ্বিমুখী লড়াই। শাসকদল উন্নয়নের দাবি করলেও নানা ইস্যুতে সরব বিরোধীরা। বন্ধ কারখানা, হলদিয়া বন্দরের সমস্যা, তোলাবাজি, এসবই প্রচারে তাদের ইস্যু।

ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া। জয় নিয়ে আশাবাদী দুই প্রার্থীই। হলদিয়া পুরসভা বামেরা দখল করলেও এক বছরের মধ্যে অনাস্থা প্রস্তাব এনে পাশার দান উল্টে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবারও শিল্পশহরে ঘাসফুলের প্রার্থী তাঁর দিকেই তাকিয়ে। জোটের ভরসায় টক্কর দিতে তৈরি বাম প্রার্থীও। সব মিলিয়ে হলদিয়ার মাটিতে লড়াই এবার হাড্ডাহাড্ডি।

.