ক্যানিংয়ে তৃণমূল সমর্থকদের ওপর হামলা, অভিযুক্ত সিপিআইএম

কর্মী সভা থেকে ফেরার পথে গুলিতে জখম হলেন তিন তৃণমূল সমর্থক। ক্যানিংয়ের গোলাবাড়ির বাসিন্দা তারা। শুক্রবার রাত ৮টা নাগাদ গোলবাড়ির কাছে একটি কর্মী সভা থেকে ফিরছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময় দুরে গুলির শব্দ পান তারা। গুলিবিদ্ধ হন সইদুল ঘরামি, ইউসুফ ঘরামি ও জামাল মোল্লা।

Updated By: Jun 7, 2014, 11:20 AM IST

কর্মী সভা থেকে ফেরার পথে গুলিতে জখম হলেন তিন তৃণমূল সমর্থক। ক্যানিংয়ের গোলাবাড়ির বাসিন্দা তারা। শুক্রবার রাত ৮টা নাগাদ গোলবাড়ির কাছে একটি কর্মী সভা থেকে ফিরছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময় দুরে গুলির শব্দ পান তারা। গুলিবিদ্ধ হন সইদুল ঘরামি, ইউসুফ ঘরামি ও জামাল মোল্লা।

গুরুতর জখম অবস্থায় তাদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল এই ঘটনায় স্থানীয় সিপিআইএমকেই কাঠগড়ায় তুলেছে। অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম।

.