তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পূর্ব মেদিনীপুরের এগরায়
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল পূর্ব মেদিনীপুরের এগরায়। তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মিছিল করলেন তৃণমূল সমর্থকেরাই। এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন দলেরই একাংশ।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/default_images/placeholder_image_bengali.jpg)
এগরা: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল পূর্ব মেদিনীপুরের এগরায়। তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মিছিল করলেন তৃণমূল সমর্থকেরাই। এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন দলেরই একাংশ।
তাঁদের অভিযোগ, কর্মী নিয়োগ, পানীয় জল প্রকল্প, রাস্তাঘাট নির্মাণসহ একাধিক প্রকল্পে চরম দুর্নীতি হয়েছে জেনেও নীরব পুর চেয়ারম্যান। প্রতিবাদ জানাতে আজ বিকেলে টিএমসি সভাপতি জয়ন্ত সাউয়ের নেতৃত্বে এগরায় মিছিল করেন প্রায় হাজার খানেক তৃণমূল সমর্থক। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে মিছিল পৌছয় পুরসভার সামনে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে সেখানে । সামনেই এগরা পুরসভার নির্বাচন। তার আগে পুর চেয়ারম্যানের বিরুদ্ধে দলের কর্মীদের কেন এই বিক্ষোভ, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।