ATM-এ লাইনে দাঁড়িয়ে স্বামী মারা গেছেন, স্ত্রীকে চাকরি দিল রাজ্য সরকার

ATM-এ লাইনে দাঁড়িয়ে মৃত কল্লোর রায় চৌধুরীর স্ত্রীকে চাকরি দিল সরকার। টাকা তুলতে ব্যান্ডেলে ATM-এর লাইনে দাঁড়িয়েছিলেন বেহালার কল্লোর রায়চৌধুরী। লাইনেই অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলেও এগিয়ে আসেননি কেউ। শোকস্তব্ধ সেই পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার।

Updated By: Dec 9, 2016, 06:38 PM IST
ATM-এ লাইনে দাঁড়িয়ে স্বামী মারা গেছেন, স্ত্রীকে চাকরি দিল রাজ্য সরকার

ওয়েব ডেস্ক : ATM-এ লাইনে দাঁড়িয়ে মৃত কল্লোর রায় চৌধুরীর স্ত্রীকে চাকরি দিল সরকার। টাকা তুলতে ব্যান্ডেলে ATM-এর লাইনে দাঁড়িয়েছিলেন বেহালার কল্লোর রায়চৌধুরী। লাইনেই অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলেও এগিয়ে আসেননি কেউ। শোকস্তব্ধ সেই পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃত কল্লোল রায় চৌধুরীর স্ত্রী চাকরি পেলেন ভূমি রাজস্ব দফতরে। সংকটের সময়ে রাজ্য  সরকার এগিয়ে আসায় আপ্লুত তা পরিবার। অন্যদিকে, আত্মঘাতী হয়েছিলেন বর্ধমানের কলনার ভাগচাষী  শিবু মাণ্ডি। অভিযোগ উঠেছিল, নোট বাতিলের সমস্যায় বিপর্যস্ত হয়ে আত্মঘাতী হয়েছিলেন শিবু। মৃত শিবুর পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রূতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের এই সহযোগিতায় আশার আলো দেখেছেন অন্যরাও।

আরও পড়ুন, নোট বাতিলের ফলে সাধারণ মানুষের ভোগান্তির দায় নিতে হবে প্রধানমন্ত্রীকেই : মমতা

.