'আরও একবার কৃতজ্ঞ মা, মাটি, মানুষের প্রতি' টুইটারে, ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ মুখ্যমন্ত্রীর
সারদা সহ একগাদা বিতর্কে জেরবার দল। জেলে মদন। দলত্যাগী সৃঞ্জয়। এর মধ্যেই দলের দর্ব ভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের মেজাজ মর্জি বোঝা দায়। রোজ রোজ তাঁর আচরণে বাড়ছে দলের অস্বস্তি। ভাঙন ধরেছে মমতা-মুকুল 'অটুট' বন্ধনেও। একদা বিশ্বস্ত সঙ্গি মুকুলের সঙ্গে দূরত্ব বেড়েছে তৃণমূল সুপ্রিমোর। এর সঙ্গেই রাজ্যের আকাশে কোথাও কোথাও ঘনিয়ে আসছে গেরুয়া মেঘ। মোদী ম্যাকিজের ধুঁয়ো তুলে এ রাজ্যেও বাড়ছে বিজেপি। এই সব কিছুর মধ্যেই বনগাঁ লোকসভা ও কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এ রাজ্যের তৃণমূলের শক্তি পরীক্ষার কাছে বড় চ্যালেঞ্জ ছিল। সব আশংঙ্কা মিথ্যে করে দিয়ে এই দুই উপনির্বাচনের ফল প্রমাণ করে দিল এখনও গ্রামবাংলায় অটুট ঘাসফুল দূর্গ। আর এতেই আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করলেন মা, মাটি, মানুষের প্রতি।
ব্যুরো: সারদা সহ একগাদা বিতর্কে জেরবার দল। জেলে মদন। দলত্যাগী সৃঞ্জয়। এর মধ্যেই দলের দর্ব ভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের মেজাজ মর্জি বোঝা দায়। রোজ রোজ তাঁর আচরণে বাড়ছে দলের অস্বস্তি। ভাঙন ধরেছে মমতা-মুকুল 'অটুট' বন্ধনেও। একদা বিশ্বস্ত সঙ্গি মুকুলের সঙ্গে দূরত্ব বেড়েছে তৃণমূল সুপ্রিমোর। এর সঙ্গেই রাজ্যের আকাশে কোথাও কোথাও ঘনিয়ে আসছে গেরুয়া মেঘ। মোদী ম্যাকিজের ধুঁয়ো তুলে এ রাজ্যেও বাড়ছে বিজেপি। এই সব কিছুর মধ্যেই বনগাঁ লোকসভা ও কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এ রাজ্যের তৃণমূলের শক্তি পরীক্ষার কাছে বড় চ্যালেঞ্জ ছিল। সব আশংঙ্কা মিথ্যে করে দিয়ে এই দুই উপনির্বাচনের ফল প্রমাণ করে দিল এখনও গ্রামবাংলায় অটুট ঘাসফুল দূর্গ। আর এতেই আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করলেন মা, মাটি, মানুষের প্রতি।
ফেসবুকেও নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি। জানালেন এই জয় সমস্ত কুৎসার জবাব। ফেসবুক স্টেটাসে মুখ্যমন্ত্রী নিখেছেন ''
বাংলার মা, মাটি, মানুষকে সালাম।
আজকের জয় আপনাদের জয়, আমার সকল মা, ভাই, বোনেদের জয়।
এত কুৎসা, এত অপপ্রচার সত্যেও, আপনারা আমাদের পাশে আছেন।
আমরা আপ্লুত। আমরা কৃতজ্ঞ।
বনগাঁ ও কৃষ্ণগঞ্জের সকল ভোটারদের জানাই আন্তরিক অভিনন্দন।
অভিনন্দন আমাদের সকল কর্মীদের।
আগামী দিনে রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে আমাদের সবাইকে আরও ভাল করে কাজ করতে হবে।
আপনাদের সাহায্য, সহযোগিতা আমাদের এগিয়ে নিয়ে যাবার হবে পথপ্রদর্শক।
We dedicate today’s election victory to Maa, Maati Manush, to all my brothers and sisters.
Salutes to all of you.
There was so much of negative campaign and vilification. But you have placed your confidence and faith on us.
We are deeply touched.
Heartiest congratulations to all the voters of Bongaon and Krishnaganj.
Heartiest congratulations to all our workers also.
We will have to work even harder in the coming days for development and to deliver more good governance.
Your support and co-operation will be our guiding force.
We are grateful to Maa, Mati, Manush for again giving us their trust and love with this big win. We will continue to work for them
— Mamata Banerjee (@MamataOfficial) February 16, 2015
Congratulations to people of Bongaon (LS) & Krishnaganj (AC) for coming and voting in large numbers even for a bypoll where % is usually low
— Mamata Banerjee (@MamataOfficial) February 16, 2015
We thank the Election Commission for conducting peaceful elections where voters could express themselves freely
— Mamata Banerjee (@MamataOfficial) February 16, 2015