মালদায় ব্যবসায়ী দম্পতি খুনের কারণ কী? পুলিস কুকুর এনে তদন্ত চলছে
মালদার ইংরেজবাজারের বিবেকালন্দপল্লীতে খুন। ব্যবসায়ী দম্পতি খুন হয়েছেন। খুন হয়েছেন বাড়ির পরিচারকও! ইংরেজবাজার থানার বিবেকানন্দ পল্লির এই খুনের ঘটনায় ব্যবসায়ীর নাম রামরতন আগরওয়াল ও তাঁর স্ত্রী মঞ্জু আগরওয়াল। দম্পতির শরীরে ধারাল অস্ত্রের কোপও রয়েছে।
![মালদায় ব্যবসায়ী দম্পতি খুনের কারণ কী? পুলিস কুকুর এনে তদন্ত চলছে মালদায় ব্যবসায়ী দম্পতি খুনের কারণ কী? পুলিস কুকুর এনে তদন্ত চলছে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/22/61356-maldakukur22-7-16.jpg)
ওয়েব ডেস্ক: মালদার ইংরেজবাজারের বিবেকালন্দপল্লীতে খুন। ব্যবসায়ী দম্পতি খুন হয়েছেন। খুন হয়েছেন বাড়ির পরিচারকও! ইংরেজবাজার থানার বিবেকানন্দ পল্লির এই খুনের ঘটনায় ব্যবসায়ীর নাম রামরতন আগরওয়াল ও তাঁর স্ত্রী মঞ্জু আগরওয়াল। দম্পতির শরীরে ধারাল অস্ত্রের কোপও রয়েছে।
আরও পড়ুন ফের দুর্ঘটনার কবলে পড়ল স্কুল পড়ুয়া বোঝাই পুলকার
ইংরেজবাজারের অভিজাত পল্লীতে ধনী ব্যবয়াসীর বাড়িতে হত্যালীলা চালাল কারা? খুনের মোটিভটাই বা কী? পুলিস কুকুর এনে তদন্ত চলছে। এসেছে CID-র তদন্তকারীরাও। তদন্তে নেমে পুলিসের অনুমান পরিচিত কেউই এই ঘটনার নেপথ্যে রয়েছে। গত রাতে নৈশাহারও করেননি আগরওয়াল দম্পতি। ফলে রাতের খাবারের সময় হওয়ার আগেই বাড়িতে হামলা হয়েছিল বলে অনুমান। তবে পুরো হামলাটাই যে পরিকল্পনা মাফিক করা হয়েছে সে বিষয় নিশ্চিত পুলিস কর্তারা। বাড়ির সিসিটিভিগুলিও নষ্ট করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন হাওড়ার নাজিরগঞ্জের নিখোঁজ স্কুলছাত্রের দেহ মিলল মেটিয়াবুরুজের গঙ্গার ঘাটে!