চিটফাণ্ড কাণ্ডে দিলীপ ঘোষের বক্তব্য, সবে ফার্স্ট উইকেট পড়েছে, বাকি পুরো টিম

চিটফাণ্ড কাণ্ডে ফের সক্রিয় গোয়েন্দা বিভাগ। একের পর এক নেতা এবং রাজনীতিবিদদের জিজ্ঞাসাবাদ, ধরপাকড়। তৃণমূলের সাংসদ তাপস পালকে জেরা করার পরই গ্রেফতার করে নিয়েছে সিবিআই। আজ আবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে যাবেন তৃণমূলের আর এক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপরেই বিজেপি এবং তৃণমূলের সংঘাত জোর কদমে শুরু। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলছেন, প্রতিহিংসার রাজনীতি হচ্ছে, তেমনই বসে নেই বিজেপিও।

Updated By: Jan 3, 2017, 09:14 AM IST
 চিটফাণ্ড কাণ্ডে দিলীপ ঘোষের বক্তব্য, সবে ফার্স্ট উইকেট পড়েছে, বাকি পুরো টিম

ওয়েব ডেস্ক: চিটফাণ্ড কাণ্ডে ফের সক্রিয় গোয়েন্দা বিভাগ। একের পর এক নেতা এবং রাজনীতিবিদদের জিজ্ঞাসাবাদ, ধরপাকড়। তৃণমূলের সাংসদ তাপস পালকে জেরা করার পরই গ্রেফতার করে নিয়েছে সিবিআই। আজ আবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে যাবেন তৃণমূলের আর এক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপরেই বিজেপি এবং তৃণমূলের সংঘাত জোর কদমে শুরু। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলছেন, প্রতিহিংসার রাজনীতি হচ্ছে, তেমনই বসে নেই বিজেপিও।

আরও পড়ুন রোজভ্যালিকাণ্ডে আজ CGO কমপ্লেক্সে হাজিরা দেবেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

চিটফান্ডকাণ্ডে গোটা তৃণমূল দলই প্যাভিলিয়নে ফিরবে। হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য, সবে ফার্স্ট উইকেট পড়েছে। বাকি পুরো টিম। দেখা যাক, এই কথার লড়াই কোন পথে এগোয়।   

আরও পড়ুন  আজ নতুন কী বোমা ফাটাবেন তাপস পাল, সবার নজর সেদিকেই

 

.