পশ্চিমী ঝঞ্ধার পাশ কাটিয়ে অবশেষে রাজ্যে এল শীত
পশ্চিমী ঝঞ্ঝার পাশ কাটিয়ে অবশেষে রাজ্যে এল শীত। মাঝ ডিসেম্বরে শীতের দেখা পেয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন রাজ্যবাসীও। হাওয়া অফিসের পূর্বাভাস আগেই ছিল।কাল থেকে নামতে শুরু করে পারদও।
ওয়েব ডেস্ক: পশ্চিমী ঝঞ্ঝার পাশ কাটিয়ে অবশেষে রাজ্যে এল শীত। মাঝ ডিসেম্বরে শীতের দেখা পেয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন রাজ্যবাসীও। হাওয়া অফিসের পূর্বাভাস আগেই ছিল।কাল থেকে নামতে শুরু করে পারদও। একধাক্কায় কাল পারদ নেমেছিল অনেকটাই। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে শৈতপ্রবাহ। আকাশ পরিষ্কার থাকায় গতরাতে দক্ষিণবঙ্গেও শীতের আমেজ। কলকাতার তাপমাত্রা রাতে দুডিগ্রি নেমে আজ দাঁড়িয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিক। বাঁকুড়ায় একধাক্কায় পারদ নেমেছে পাঁচ ডিগ্রি। জেলায় তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস। আর তারপরেই জেলাজুড়ে শীতের চেনা ছবি। ধরা পড়ল উষ্ণতার খোঁজে আগুন পোহানোর ছবিও।