মহিলা পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে

অনাস্থা ভোটে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করায়, মহিলা পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। মালদার মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য সুষমা দাস অভিযোগ করেছেন সিপিএম সদস্য পার্বতী ঘোষ, সুজিত ঘোষ সহ কয়েক জন সিপিএম নেতাকর্মীর বিরুদ্ধে।

Updated By: Oct 15, 2016, 08:42 PM IST
মহিলা পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: অনাস্থা ভোটে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করায়, মহিলা পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। মালদার মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য সুষমা দাস অভিযোগ করেছেন সিপিএম সদস্য পার্বতী ঘোষ, সুজিত ঘোষ সহ কয়েক জন সিপিএম নেতাকর্মীর বিরুদ্ধে।

আরও পড়ুন নিজের বেলায় বুঢ্ঢা হোগা তেরা বাপ, আর বাড়ির ধন্যি মেয়েরা বিয়ের পর থেকে যাক অন্তরালে!

জানা গিয়েছে, তেইশ আসনের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতে দিন কয়েক আগেই অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল। অনাস্থায় তৃণমূলকে সমর্থন করেন  সুষমা দাস সমেত চার জন নির্দল সদস্য। অভিযোগ এরপরেই মারধর করা হয় সুষমাকে। জখম সুষমা দাস মালদা মেডিকেল কলেজে চিকিত্‍সাধীন। ঘটনার পর থেকেই এলাকা ছাড়া অভিযুক্তরা।

আরও পড়ুন মিতা মণ্ডলের ময়নাতদন্তে রহস্যমৃত্যুর ইঙ্গিত, উঠছে একাধিক প্রশ্ন

.