শ্রমিক অসন্তোষের জেরে কাজ বন্ধ শ্যামনগরের ওয়েভার্লি জুটমিলে

শ্রমিক অসন্তোষের জেরে কাজ বন্ধ হয়ে গেল শ্যামনগরের ওয়েভার্লি জুটমিলে। আজ সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ হয় জুটমিলের বাইরে। শ্রমিকদের বকেয়া পিএফ নিয়ে ঝামেলার জেরে গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, দীর্ঘদিন ধরে পিএফের টাকা পাচ্ছেন না শ্রমিকরা।

Updated By: Jun 18, 2014, 10:30 AM IST

শ্রমিক অসন্তোষের জেরে কাজ বন্ধ হয়ে গেল শ্যামনগরের ওয়েভার্লি জুটমিলে। আজ সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ হয় জুটমিলের বাইরে। শ্রমিকদের বকেয়া পিএফ নিয়ে ঝামেলার জেরে গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, দীর্ঘদিন ধরে পিএফের টাকা পাচ্ছেন না শ্রমিকরা। (ফাইল চিত্র)

তাঁদের বক্তব্য, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে গতকাল দু-জন শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। আজ সকাল থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

ছাঁটাই হওয়া শ্রমিকদের ফেরত না আনা হলে কেউ কাজে যোগ দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এই পরিস্থিতির জন্য মিল কর্তৃপক্ষের পাশাপাশি শ্রমিক ইউনিয়নগুলিকেও দায়ী করেছেন তাঁরা।

.