মালবাজারের মানাবাড়ি চা বাগানে শ্রমিক বিক্ষোভ

শ্রমিক বিক্ষোভে কাজ বন্ধ মালবাজারের মানাবাড়ি চা বাগানে। কাজ করেও মজুরি না পাওয়ায় চা বাগানের অফিসারদের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা।  শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে টানাহেঁচড়ার জেরে প্রায় তিন মাস এই বাগানে অচলাবস্থা ছিল। গত ৩রা ফেব্রুয়ারি ত্রিপাক্ষিক বৈঠকে বাগান খোলার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হয় শ্রমিকদের বকেয়া টাকা ধীরে ধীরে মিটিয়ে ফেলা হবে। সেই মত ৪ঠা ফেব্রুয়ারি বাগানে কাজ শুরু হয়। কথা ছিল পাঁচই ফেব্রুয়ারি শ্রমিকদের বকেয়া টাকার কিছুটা দেওয়া হবে। কিন্তু দশ তারিখেও সেই টাকা না পেয়ে আজ বিক্ষোভ দেখান শ্রমিকরা।

Updated By: Feb 10, 2016, 04:43 PM IST

ওয়েব ডেস্ক: শ্রমিক বিক্ষোভে কাজ বন্ধ মালবাজারের মানাবাড়ি চা বাগানে। কাজ করেও মজুরি না পাওয়ায় চা বাগানের অফিসারদের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা।  শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে টানাহেঁচড়ার জেরে প্রায় তিন মাস এই বাগানে অচলাবস্থা ছিল। গত ৩রা ফেব্রুয়ারি ত্রিপাক্ষিক বৈঠকে বাগান খোলার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হয় শ্রমিকদের বকেয়া টাকা ধীরে ধীরে মিটিয়ে ফেলা হবে। সেই মত ৪ঠা ফেব্রুয়ারি বাগানে কাজ শুরু হয়। কথা ছিল পাঁচই ফেব্রুয়ারি শ্রমিকদের বকেয়া টাকার কিছুটা দেওয়া হবে। কিন্তু দশ তারিখেও সেই টাকা না পেয়ে আজ বিক্ষোভ দেখান শ্রমিকরা।

.