তুমি রোজারিওর, তুমি বার্সার, তুমি কলকাতার, ওসব কথা মানি না যুবরাজ, জানি তুমি শুধু আমার
স্বরূপ দত্ত
আজ একটা কবিতা যুবরাজ তোমার জন্য
আজ অনেক কষ্ট বুকে তোমার জন্য।
কীভাবে কাঁদলে সাত সকালে তুমি?
চোখ মুছলাম কত দূর থেকেও আমি।।
তোমার বুকে পঞ্চান্নটা বুলেটের ক্ষত
সব দিয়ে দাও আমায়, তোমার বুকে দুঃখ আছে যত।
তোমায় নিয়ে অনেক বলার, শেষ তার নেই
যতবার বলতে চাইছি, ঘেঁটে যাচ্ছে সেই।
বছর এগারো আগের বড় চুলের নতুন তুমি
নিজে দেখে সব্বাইকে বলেছিলাম, কী জিনিস তুমি!
দিন গড়িয়েছে যত, তোমার পাপড়ি মেলেছে শত
সেই ছোট্ট মেসি কীভাবে বড় হয়ে গিয়েছিল অত।
প্রথমে পছন্দ, পরে ভালোলাগা, আর একটু পরে বেসেছি ভালো
যত মনে আসছে আজ, মনের রঙ হচ্ছে বড্ড কালো।
কী খবর শোনালে তুমি? আর খেলবে না!
নীল-সাদা জার্সিতে পৃথিবী আর তোমায় দেখবে না!
কে দিয়েছে তোমায় এত অধিকার?
যদি চলেই যাবে হঠাত্ করে, তবে হয়েছিলে কেন আমার?
কলকাতায় এসেছিলে, মুগ্ধ হয়ে দেখছিলাম তোমায়
সব্বাই নানা ভাষায় বলেছিল 'ভালোবাসি তোমায়'
ছোট আকার, নম্রতা তোমার মনে, শরীরে তোমার হরিণের চাল
ডিফেন্ডাররা ধরতে পারে কোথায়, তোমায় হাজার বিছিয়েও জাল?
তুমি কেন থামবে? তুমি কেন হারবে?
এভাবে খেলবে না বলে, তোমার ভক্তদের তুমি মারবে?
এই তুমি ভালোবাসো? প্লিজ মেসি একবারটি ফিরে এসো
কদিন নাও বিশ্রাম, মনকে দাও শান্তি, তারপর জাঁকিয়ে বোসো।
তোমার ঘরে আছে তো সাফল্যের সবই
কী এমন দরকার ওই বিশ্বকাপের ট্রফি!
সবে যে তুমি উনত্রিশ, কে বলে পরের বিশ্বকাপ তুমি জিতবে না?
কই আমার মন তো দিব্যি বলে, তুমি বারবার হারবে না।
কত লোকই তো কত কিছু পায় না
একটা দুটো ট্রফি না হয় তুমিও পেলে না।
স্কোরবোর্ড একটা গাধা নেভিল কার্ডাস বলতেন
তোমার খেলা দেখলে, তিনি আরও কত লিখতেন!
তুমি তো শুধু আর্জেন্টিনার না
তোমার যে কারও একার হতে মানা।
তোমার দেশের রঙ নীল সাদা
আমার শহরও তো এখন নীল সাদা।
তুমি মেসি, তোমাতেই আমাদের বেঁচে থাকা আর হাসি
সবার মাঝে তুমিই যে টাটকা তাজা, বাকি সব বাসি।
এত কষ্ট পেও না মনে
চলে যেও না ঘর আর ক্লাবের কোণে।
তুমি ট্রফি জিতবে এখনও অনেক বার্সার হয়ে
ফুটবল, জীবন, তুমি, সবাই চলবে নিজের মতো বয়ে।
আরও কত গোল করবে, কত সাফল্য পাবে
তাহলে কেন খামোখা বোকার মতো চলে যাবে?
ও মেসি প্লিজ মাথা ঠাণ্ডা করো,
একবার বলো শুধু দেশের জার্সিতে খেলবে তুমি আরও।
সিদ্ধান্ত বদলাও, ফিরে এসো, ঠিক জিতবে তুমি
তুমি যে একা নও, তোমার সঙ্গে জিতবে এই পৃথিবীর সব 'আমি'।
জানি তুমি নিজে হারবে, কিন্ত আমায় হারাবে না।
মেসি ছাড়া এই পৃথিবীটার ফুটবলের কোনও মানে হয় না।
জাদুকর আজ সেরা জাদু দেখালে
নিজের চোখের জল আর সিদ্ধান্তে বড় বেকুব বানালে।
তুমি রোজারিওর, তুমি বার্সার, তুমি কলকাতার।
ওসব কথা মানি না যুবরাজ, জানি তুমি শুধু আমার।
(এমন নয় মানুষটাকে নিয়ে একটা সমালোচনার লেখা লিখেছি বলে, আমি তাঁকে ভালোবাসি না। মেসি যে শেষ ১০ বছরের অনেককিছুর সঙ্গী। আমিও আপনাদের মতো তাঁরই ভক্ত। আজ কাঁদতে দেখে বড় কষ্ট হচ্ছিল। এই কথাগুলো শুধু আমার নয়। এগুলোই কি আপনারও কথা নয়?)